fbpx

Blog

Alberta invites Express Entry candidates with CRS scores as low as 350

FREE ASSESSMENT FOR CANADA IMMIGRATION

অক্টোবরের ৯ তারিখে অনুষ্ঠিত একটি ড্রতে কানাডায় স্থায়ীভাবে বসবাসে প্রাদেশিক মনোনয়নের জন্য আবেদন করতে Alberta প্রদেশটি ১১৫ জন Express Entry প্রার্থীকে আমন্ত্রণ জানিয়েছে।

ফেডারেল Express Entry ব্যবস্থাটি দক্ষ বিদেশি কর্মী পাবার জন্য কানাডার মূল উৎস। এটি কানাডার প্রধান ৩টি economic immigration program এর জন্য প্রার্থীদের pool ব্যবস্থাপনা করে, এগুলো হল-

  • Federal Skilled Worker Class
  • Federal Skilled Trades Class
  • Canadian Experience Class

Express Entry এর সব প্রার্থীকে বয়স, শিক্ষা, কাজের অভিজ্ঞতা এবং English বা French ভাষায় দক্ষতার মত human capital factor এর ভিত্তিতে র‍্যাংকিং স্কোর ইস্যু করা হয়।

Express Entry pool এর সর্বোচ্চ স্কোরের প্রার্থীদেরকে কানাডার ফেডারেল সরকার সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে আমন্ত্রণ জানায়। ২০১৯ সালে All-program Express Entry ড্রতে আমন্ত্রিত প্রার্থীদের সর্বনিম্ন স্কোর ছিল ৪৩৮।

 

October 9 Alberta Express Entry Stream selection round issued 115 invitations to apply for a permanent residence nomination

 

All-program draw তে Express Entry এর ব্যবস্থাপনা করা ৩টি immigration class থেকেই প্রার্থীদেরকে আমন্ত্রণ জানানো হয়।

Express Entry ব্যবস্থার সাথে সংযুক্ত Provincial immigration stream এর মাধ্যমে পরিচালিত ড্রতে প্রায়ই কম স্কোরের প্রার্থীদেরকে আমন্ত্রণ জানানো হয়।

অক্টোবরের ৯ তারিখের selection round এ ৩৫০ এর মত কম স্কোরের Express Entry প্রার্থীদেরকে Alberta Express Entry Stream এর মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছিল।

এর আগে, Alberta Express Entry Stream এ ৩০০ এর মত কম CRS স্কোরের ফেডারেল প্রার্থীদেরকে নির্বাচিত করা হয়েছিল।

প্রাদেশিক মনোনয়ন পেলে প্রার্থীর স্কোরে অতিরিক্ত ৬০০ CRS পয়েন্ট যোগ হয় এবং এটি পরবর্তী ফেডারেল Express Entry ড্রতে invitation to apply পেতে কার্যকরীভাবে নিশ্চয়তা দেয়।

 

Alberta Express Entry Stream

Alberta প্রদেশের সাথে যোগাযোগ আছে বা প্রদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বৈচিত্র্যকে সমর্থন করতে পারবে, এমনটা যদি Express Entry প্রার্থীদের কেউ demonstrate করতে পারে, তাহলে সে Alberta Express Entry Stream এর মাধ্যমে প্রাদেশিক মনোনয়নের জন্য আবেদন জমা দিতে আমন্ত্রিত হবে। Alberta Express Entry Stream টি Alberta Immigrant Nominee Program (AINP) কতৃক ব্যবস্থাপনা করা হয়।

AINP বলছে নিম্নোক্ত Express Entry প্রার্থীদেরকে আমন্ত্রণ ইস্যু করতে পারেঃ

  • যারা Alberta তে চাকরির প্রস্তাব পেয়েছে এবং/বা কাজের অভিজ্ঞতা আছে; এবং/বা
  • কানাডার post-secondary institution এর স্নাতক এবং/বা
  • যাদের বাবা-মা, সন্তান বা ভাই-বোন Alberta তে বসবাস করছে।

নিম্নোক্ত উপাদানগুলো প্রার্থীর নির্বাচিত হবার সম্ভাবনা কমিয়ে দেয়ঃ

  • যদি Express Entry প্রোফাইলটি ৩ মাসের মধ্যে expire হয়ে যায়।
  • যদি Alberta Opportunity Stream এর Ineligible Occupations list এর পেশা, Alberta প্রদেশের high-wage ও low-wage পেশা এবং AINP এর সবগুলো প্রবাহতে বেশি পরিমাণ submission হয়ে থাকে, এমন পেশায় Express Entry প্রার্থীরা কর্মরত থাকে।

 

আপনার কানাডায় ইমিগ্রেশনের সুযোগগুলো জানার জন্য আজই রেজিস্ট্রেশন করুন
No Comments
Post a comment