fbpx

Blog

An overview of Canada’s PNP immigration results for May 2021

An overview of Canada’s PNP immigration results for May 2021

সাম্প্রতিক সপ্তাহগুলিতে, কানাডার Provincial Nominee Programs (PNP) গুলোতে উল্লেখযোগ্য activity ছিল। কানাডার প্রদেশগুলি সক্রিয়ভাবে বিস্তৃত skilled workers, স্নাতক এবং উদ্যোক্তাদের মনোনয়নের জন্য আবেদন করার জন্য আমন্ত্রণগুলি ইস্যু করে চলেছে। প্রতি দুই সপ্তাহ পর পর অনুষ্ঠিত Provincial Nominee Programs (PNPs) বিপুল সংখ্যক ইমিগ্রেশন প্রার্থীদের অনেক সুযোগ দেয় কানাডায় সফল্ভাবে migrate হওয়ার জন্য। এই সকল ড্রয়ের পরে ফলে সারা দেশে provincial nomination এর মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের আবেদন করার জন্য শুধু মে মাসেই ১০৫৭ টি Invitations to Apply ইস্যু করেছে কানাডা। Nunavut and Quebec বাদে- কানাডার বেশিরভাগ region এ নিজস্ব PNP–specific stream রয়েছে। এই immigration এর উপায়ের প্রতিটি প্রভিন্সের নির্দিষ্ট চাহিদা পূরণের জন্য এবং নির্দিষ্ট category of immigrant যেমন- skilled, unskilled, entrepreneur বা international student – এর উদ্দেশ্যে তৈরি করা হয়। Federal এবং Quebec স্ট্রিম বাদে, বর্তমানে PNP তে অংশগ্রহণকারী প্রভিন্স গুলিতে প্রায় ৮০টি unique স্ট্রিম রয়েছে।

একটি enhanced PNP stream এর provincial nomination, যা কানাডার Express Entry system এর সাথে সম্পর্কিত, সিস্টেমের Comprehensive Ranking System (CRS) স্কোরের জন্য অতিরিক্ত ৬০০ পয়েন্ট প্রদান করবে। আপনি যদি এই অতিরিক্ত পয়েন্টগুলি অর্জন করেন তবে এটি গ্যারান্টি দেয়, যে আপনি Canadian permanent residence এর জন্য Government of Canada এর কাছ থেকে একটি আমন্ত্রণ পাবেন।

দুই ধরণের provincial nomination স্ট্রিম রয়েছে:
• Enhanced nomination streams, যা Express Entry এর সাথে সংযুক্ত
• Base nomination streams, যা Express Entry এর সাথে সংযুক্ত নয়
Express Entry এর সাথে সংযুক্ত নয়টি প্রভিন্স এবং দুটি অঞ্চল PNP তে অংশ নিয়েছে তাদের নোমিনেশন স্ট্রিম বাড়ছে।

এই স্ট্রিমগুলো, প্রভিন্স গুলোকে ফেডারাল Express Entry সিস্টেমে প্রার্থীদের মনোনীত করতে অনুমতি দেয়, যা কানাডার তিনটি প্রধান অর্থনৈতিক ইমিগ্রেশন ক্যাটাগরি – Federal Skilled Worker Class, Federal Skilled Trades Class এবং Canadian Experience Class এর প্রার্থীদের পুল পরিচালনা করে। কানাডার Provincial Nominee Program অংশগ্রহণকারী প্রদেশ এবং অঞ্চলগুলিকে স্থায়ীভাবে বসবাসের জন্য প্রতি বছর একটি নির্দিষ্ট সংখ্যক ইকোনমিক ইমিগ্রেশন প্রার্থীকে মনোনীত করতে অনুমতি দেয়। Enhanced nomination streams এর মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের provincial জন্য আবেদন করার জন্য আমন্ত্রিত করা হয়। সফল প্রার্থীদের তাদের Express Entry Comprehensive Ranking System (CRS) স্কোরের জন্য অতিরিক্ত ৬০০ পয়েন্ট দেওয়া হয় এবং কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্স এর invitation to apply এর জন্য কার্যকরভাবে গ্যারান্টি দেয়।

May 2021 PNP highlights

বর্তমান পরিস্থিতিতে Immigration, Refugees and Citizenship Canada (IRCC) PNP-specific Express Entry ড্রয়ের মাধ্যমে প্রতি দুই সপ্তাহে আবেদনকারীদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

গত বছর কানাডা Immigration Levels Plan 2021-2023 প্রকাশ করে যা এর ইতিহাসে সর্বোচ্চ লেভেলের ইমিগ্রেশন টার্গেট। কানাডার PNP গুলো সাম্প্রতিক বছরগুলিতে যেভাবে immigrant নিচ্ছে তাতে আগামী তিন বছরের টার্গেট সহজেই পূরণ করতে পারবে। ১২ মে আর ২৬ মে এ অনুষ্ঠিত দুইটি ড্রতে ১০৫৭ জন আবেদনকারীকে permanent residence এর আমন্ত্রণ জানানো হয় যা গত মাসের থেকে প্রায় দ্বিগুণ।

Ontario

Ontario Immigrant Nominee Program (OINP) এর Express Entry French-Speaking Skilled Worker স্ট্রিমের মাধ্যমে মে মাসের ৪ তারিখের ড্রয়ে ১০২ জন প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়। শুধুমাত্র মে মাসে Ontario Immigrant Nominee Program (OINP) এর ৬ টা ড্র অনুষ্ঠিত হয়। OINP এপ্রিল মাস থেকে Employer Job Offer: Foreign Worker এবং Employer job offer: International Student – Expression of Interest (EOI) ইনটেকের দুইটি স্ট্রিম চালু করেছে। এ বিশেষ স্ট্রিমের মাধ্যমেও বেশ কিছু ITA issue করেছে ONIP। ১৪৫ জন foreign workers এবং ২৯৬ জন international student কে ITA দেয়া হয় নতুন স্ট্রিমের মাধ্যমে। এছাড়াও মে মাসে Ontario Immigrant Nominee Program কতজনকে nomination দিবে তার একটা সংখ্যা publish করেছে। OINP সূত্র অনুযায়ী আগামী বছর ৮৩৫০ জন প্রার্থীকে OINP nomination দিবে।

Alberta

Alberta Immigrant Nominee Program (AINP) ২০২১ সালের শুরু থেকেই তাদের Express Entry Stream এর মাধ্যমে regular basis এ প্রার্থীদেরকে আবেদন জানাচ্ছে। মে মাসে AINP দুইটি ড্রয়ের মাধ্যমে প্রায় ৫০০ প্রার্থীকে immigration এর জন্য invite করেছে। AINP Express Entry এর পুল থেকে তাদের প্রোগ্রামের সাথে eligibility criteria অনুযায়ী প্রার্থীদের মধ্যে থেকে CRS ভিত্তিতে আমন্ত্রণ করে।

Saskatchewan

মে মাসে Saskatchewan Immigrant Nominee Program (SINP) এর মাধ্যমে তিনটি ড্র অনুষ্ঠিত হয়। এইগুলো ড্রয়ের মাধ্যমে Express Entry এবং Occupations In-Demand সাব ক্যাটাগরিতে ৫২৮ জনকে provincial nomination এর জন্য ITA issue করেছে।

Manitoba

Manitoba Provincial Nominee Program (MPNP) এ মে মাসে দুটি Expression of Interest ড্র অনুষ্ঠিত হয়। Manitoba, Skilled Workers in Manitoba, Skilled Workers Overseas and International Education স্ট্রিমে মোট ৩৮২ জন প্রার্থীর জন্য Letters of Advice to Apply issue করে আর এর মধ্যে ৩২ জন প্রার্থী ছিল Express Entry পুল থেকে আমন্ত্রিত।

British Columbia

British Columbia এর PNP প্রোগ্রাম সবচেয়ে active এবং extensive provincial nominee programs। এই প্রদেশটি Skills Immigration, Express Entry BC এবং Entrepreneur এই স্ট্রিমের মাধ্যমে পাশাপাশি আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের স্ট্রিমের মাধ্যমে skilled ওয়ার্কারদের invite করছে। British Columbia মে মাসে বিভিন্ন ড্রয়ের মাধ্যমে ৯১৫ জনের invitations to apply ইস্যু করেছে। জনপ্রিয় Tech Pilot প্রোগ্রামটি British Columbia Provincial Nominee Program (BC PNP) এর permanent program হয়ে যাবে বলে ঘোষণা করেছে কারণ BC PNP এই প্রোগ্রামের মাধ্যমে কানাডা তাদের job market এর চাহিদা অনুযায়ী skilled IT এবং Tech experts নিতে পারে।

Prince Edward Island

কানাডার Prince Edward Island Provincial Nominee Program (PEI PNP) এর ড্র অনুষ্ঠিত ২০ মে এর ড্র তে ১৫৫ জন প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়। এই ড্র এ বেশিরভাগ আমন্ত্রণ পায় এক্সপ্রেস এন্ট্রি এবং Labour Impact ক্যাটাগরির আবেদনকারীরা। এক্সপ্রেস এন্ট্রি এবং Labour Impact ক্যাটাগরি থেকে ১৩৮ জনকে আমন্ত্রিত করা হয় এবং Business Impact ক্যাটাগরি থেকে বাকি ১৭ জনকে ডাকা হয় । মে মাসের ২০ তারিখের ড্রতে PEI PNP এর নূন্যতম স্কোর ছিল ৮০। Prince Edward Island প্রতি মাসে একটা করে pre-scheduled ড্রয়ের আয়োজন করে।

No Comments
Post a comment