An overview of Canada’s PNP immigration results in November 2021

এই বছরের গত কয়েক মাস ধরেই Provincial Nominee Programs (PNPs) এর মাধ্যমে কানাডা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে skilled worker, graduate এবং entrepreneur দের জন্য ITA ইস্যু করছে। প্রতি দুই সপ্তাহ পর পর অনুষ্ঠিত PNP ড্রয়ের মাধ্যমে বিপুল সংখ্যক ইমিগ্রেশন প্রার্থীদের কানাডা আমন্ত্রণ জানায় সফল্ভাবে migrate হওয়ার জন্য। শুধু নভেম্বর মাসেই প্রায় ৩,০০০ provincial nomination এর জন্য Invitations to Apply ইস্যু করেছে কানাডা।
Free assessment for Canada ImmigrationNunavut and Quebec বাদে- কানাডার বেশিরভাগ region এ নিজস্ব PNP–specific stream রয়েছে। এই immigration প্রোগ্রামগুলো প্রতিটি প্রভিন্সের নির্দিষ্ট চাহিদা পূরণের জন্য এবং নির্দিষ্ট ইমিগ্র্যান্ট ক্যাটাগরি যেমন- skilled, unskilled, entrepreneur বা international student – এর উদ্দেশ্যে তৈরি করা হয়। কানাডার প্রতিটি প্রভিন্সের PNP–specific প্রোগ্রামগুলোর নিজস্ব কিছু নীতিমালা থাকে যার উপর ভিত্তি করে তারা সম্ভাব্য ইমিগ্র্যান্টদের আমন্ত্রণ জানায়। কানাডার ফেডারেল ইমিগ্রেশন প্রোগ্রামের সাথে সাথে Provincial Nominee Program দেশটির ইমিগ্র্যান্ট নিতে সাহায্য করে থাকে।
১৯৯৮ সাল থেকে Provincial Nominee Programs (PNPs) শুরু হওয়ার পর থেকে এইটাই কানাডায় permanent residence নেয়ার দ্বিতীয় বৃহত্তম সিস্টেম। এখন থেকে শুরু করে ২০২৩ সালের মধ্যে শুধু PNP এর মাধ্যমে প্রায় ৮০ হাজার permanent resident নিবে কানাডা।
November 2021 PNP highlights
কানাডার প্রত্যেক প্রভিন্সের যে PNP থাকে তাদের মিনিমাম একটা স্ট্রিম থাকে Express Entry এর। বর্তমান পরিস্থিতিতে এই বছরে Immigration, Refugees and Citizenship Canada (IRCC) PNP-specific Express Entry ড্রয়ের মাধ্যমে প্রতি দুই সপ্তাহে আয়োজিত ড্রয়ের মাধ্যমে নতুন ইমিগ্র্যান্টদের আমন্ত্রণ জানিয়েছে। এই নভেম্বর মাসে IRCC দুইটা Express Entry ড্রয়ের আয়োজন করেছে যেখানে মূলত PNP এর আবেদনকারীদের আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে নভেম্বরের ১০ তারিখের ড্রয়ে ৭৭৫ জন এবং ২৪ নভেম্বরের ড্রয়ে ৬১৩ জনকে আমন্ত্রণ জানানো হয়।
গত বছর কানাডা Immigration Levels Plan ২০২১-২০২৩ প্রকাশ করে যা এর ইতিহাসে সর্বোচ্চ লেভেলের ইমিগ্রেশন টার্গেট। কানাডার PNP গুলো সাম্প্রতিক বছরগুলিতে যেভাবে ইমিগ্র্যান্ট নিচ্ছে তাতে আগামী তিন বছরের টার্গেট সহজেই পূরণ করতে পারবে।
British Columbia
British Columbia এর PNP প্রোগ্রাম সবচেয়ে active এবং extensive provincial nominee program. এই প্রভিন্সটি Skills Immigration এবং Express Entry BC এই স্ট্রিমের মাধ্যমে পাশাপাশি আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের স্ট্রিমের মাধ্যমে skilled ওয়ার্কারদের আমন্ত্রণ করে থাকে। এই কয়েক মাসে British Columbia মোট ৬ টা ড্রয়ের আয়োজন করেছে এবং এর মাধ্যমে ৮৬১ জন আবেদনকারীকে provincial nomination এর জন্য আবেদন জানিয়েছে।
Manitoba
Manitoba Provincial Nominee Program (MPNP) এ নভেম্বর মাসে Skilled Workers in Manitoba, Skilled Workers Overseas এবং International Education স্ট্রিমে দুইটি ড্রয়ের মাধ্যমে আবেদনকারীদের আমন্ত্রণ জানিয়েছে। নভেম্বরের ১ এবং ১৮ তারিখের ড্রয়ের মাধ্যমে মোট ৮৪৯ জনকে Letters of Advice to Apply দেয় Manitoba এবং এর মধ্যে ১৪৩ জন আবেদনকারীর valid Express Entry প্রোফাইল ছিল।
Saskatchewan
নভেম্বর মাসে Saskatchewan Immigrant Nominee Program (SINP) তাদের Express Entry এবং Occupations In-Demand সাব ক্যাটাগরিতে ৬৩৩ জন আবেদনকারীকে provincial nomination এর জন্য ITA ইসু করেছে। এছাড়াও SINP নতুন একটা pilot program এর শুরু করবে এই ডিসেম্বর মাস থেকে। Saskatchewan এর নতুন প্রোগ্রামের উদ্দেশ্য হল কানাডার in-demand occupation এর জন্য বিশ্বের বিভিন্ন থেকে দক্ষ মানুষ নিয়োগ করা। কানাডায় যেসব পেশার চাহিদা অনেক বেশি যেমন healthcare, manufacturing, agriculture, agricultural technology, construction, hospitality, and retail- এইসব পেশার অভিজ্ঞ মানুষদের প্রাধান্য দিচ্ছে Saskatchewan.
Alberta
Alberta Immigrant Nominee Program (AINP) ২০২১ সালের শুরু থেকেই তাদের Express Entry স্ট্রিমের মাধ্যমে নিয়মিত প্রার্থীদেরকে আবেদন জানাচ্ছে। নভেম্বর মাসে AINP একটা ড্রয়ের মাধ্যমে প্রায় ২০০ প্রার্থীকে ইমিগ্রেশনের জন্য আমন্ত্রণ করেছে। AINP Express Entry এর পুল থেকে তাদের প্রোগ্রামের সাথে eligibility criteria অনুযায়ী প্রার্থীদের মধ্যে থেকে CRS ভিত্তিতে আমন্ত্রণ করে। ৯ নভেম্বরের ড্রয়ে ৩৪৩ CRS স্কোর পাওয়া প্রার্থীরা আমন্ত্রণ পায়।
Prince Edward Island
কানাডার Prince Edward Island Provincial Nominee Program (PEI PNP) এর pre-scheduled ড্রয়ের আয়োজন করে নভেম্বেরের ১৮ তারিখে আর এই ড্রয়ে ১৮৮ জন আবেদনকারীকে আমন্ত্রণ জানায় তারা। এই ড্রয়ের বেশিরভাগ আমন্ত্রণ পায় Expree Entry এবং Labour Impact ক্যাটাগরির আবেদনকারীরা। Express Entry এবং Labour Impact ক্যাটাগরি থেকে ১৭২ জনকে আমন্ত্রিত করা হয় এবং Business Impact ক্যাটাগরি থেকে বাকি ১৬ জনকে ডাকা হয়। নভেম্বেরের এই ড্রতে PEI PNP প্রার্থীদের নূন্যতম স্কোর ছিল ৭৬। এই বছরে এখন পর্যন্ত PEI PNP মোট ১১ টা ড্রয়ের আয়োজন করেছে এবং ১,৭২৯ জন আবেদনকারীকে permanent residency এর জন্য আমন্ত্রণ জানিয়েছে।
Nova Scotia
নভেম্বরের ১৮ তারিখে অনুষ্ঠিত ড্রয়ে Occupations In-Demand স্ট্রিমে Nova Scotia food & beverage servers (NOC 6513), food counter attendants (NOC 6711), and light-duty cleaners (NOC 6731) এই তিনটি নতুন পেশা যোগ করেছে।
Newfoundland and Labrador
নভেম্বর মাসে Newfoundland and Labrador PNP তাদের Priority Skills Newfoundland and Labrador স্ট্রিমে মোট তিনটা ড্রয়ের আয়োজন করে। এই বছরে Newfoundland and Labrador Provincial Nominee Program (NLPNP) মোট ৬৬৩ জন প্রার্থীকে provincial nomination এর জন্য আমন্ত্রণ জানায়।
What are PNPs?
একটি enhanced PNP স্ট্রিমের provincial nomination, যা কানাডার Express Entry সিস্টেমের সাথে সম্পর্কিত। PNP থেকে আমন্ত্রণ থাকলে একজন আবেদনকারীর Comprehensive Ranking System (CRS) স্কোরের সাথে অতিরিক্ত ৬০০ পয়েন্ট যোগ হয়। এই অতিরিক্ত ৬০০ পয়েন্ট Canadian permanent residence এর জন্য Government of Canada এর কাছ থেকে একটি আমন্ত্রণ পাবেন তা মোটামুটি নিশ্চিত করে। কানাডায় দুই ধরণের provincial nomination স্ট্রিম রয়েছে:
- Enhanced nomination streams, যা Express Entry এর সাথে সংযুক্ত
- Base nomination streams, যা Express Entry এর সাথে সংযুক্ত নয়
Base nomination streams মূলত Express Entry এর সাথে সংযুক্ত নয় – এই স্ট্রিমের সব কাজ তাদের নিজ নিজ প্রভিন্স দেখে থাকে। সফলভাবে Base nomination থেকে permanent residency হওয়ার জন্য একজন আবেদনকারীকে দুইটি ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে আবেদনকারীকে এই PNP স্ট্রিমের criteria এর সাথে মিল থাকলে এপ্লাই করতে পারে আর এরপর সে যদি নির্বাচিত হয় এবং নমিনেশন সাটিফিকেট পায় তাহলে সে সরাসরি permanent residence এর জন্য আবেদন করতে পারে।
অন্যদিকে Enhanced nomination streams এর মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা Express Entry পুল থেকে provincial nomination পেয়ে থাকলে পরবর্তীতে তারা permanent residence এর জন্য আবেদন করতে পারে।
কানাডা তাদের Express Entry এর মাধ্যমে বিভিন্ন দেশ থেকে ইমিগ্রেশনের জন্য আসা আবেদনকারীদের কিভাবে আমন্ত্রণ জানানো হবে সেগুলো নিয়ন্ত্রণ করে থাকে। কানাডা প্রধানত Federal Skilled Worker Program, Federal Skilled Trades Program এবং Canadian Experience Class এ তিনটি ফেডারেল লেভেল ইকোনমিক ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে নতুন ইমিগ্র্যান্টদের নিয়ে থাকে।
সফল provincial nomination পাওয়া প্রার্থীদের Express Entry Comprehensive Ranking System (CRS) স্কোরের সাথে অতিরিক্ত ৬০০ পয়েন্ট যোগ হয়ে যায়। এই প্রার্থীদের পরবর্তীতে কানাডিয়ান permanent residence এর জন্য invitation to apply পাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
Free assessment for Canada Immigration