fbpx

Blog

Australia Immigration: First SkillSelect Round for 2021-2022

Australia Immigration First SkillSelect Round for 2021-2022

জুলাইয়ের ২৬ তারিখে ২০২১-২০২২ অর্থ বছরে অস্ট্রেলিয়ার প্রথম SkillSelect invitation রাউন্ড অনুষ্ঠিত হয়। এই রাউন্ডে অস্ট্রেলিয়া মোট ৭৫০ জন আবেদনকারীকে আমন্ত্রণ জানায়। এরমধ্যে ৫০০ জনকে আমন্ত্রণ করা হয় Subclass 189 Skilled Independent visa এর অধীনে এবং বাকি ২৫০ জনকে আমন্ত্রণ জানানো হয় Subclass 491 Skilled Work Regional (Family Sponsored) visa এর অধীনে।

491 Skilled Work Regional (Family Sponsored) visa এর জন্য আবেদনকারীদের সর্বনিম্ন ৬৫ পয়েন্ট লাগে। Subclass 491 visa তে আমন্ত্রণ পাওয়ার জন্য সর্বনিম্ন ৮০ পয়েন্টের প্রয়োজন হয়।

Pro-Rata Occupations

এই রাউন্ডে নিম্নে উল্লেখিত দুইটি pro-rata Engineering পেশার মানুষ আমন্ত্রিত হন-

যেহেতু এখন পর্যন্ত কোন অকুপেশন সিলিং প্রকাশ করা হয়নি, তাই available EOI data থেকে কোন পেশার মানুষ আমন্ত্রণ পাচ্ছেন তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছেনা। কিন্তু শীঘ্রই এই EOI data গুলো আপডেট করা হবে বলে আশা করা যাচ্ছে। অস্ট্রেলিয়া সরকার তাদের Priority Migration Skilled Occupation List এর যেসব পেশার দক্ষ মানুষদের চাহিদা তাদের শ্রম বাজারে রয়েছে তাদের উপর বেশি প্রাধান্য দিচ্ছে।

নতুন অর্থবছরের সাথে নতুন অকুপেশন লিস্ট এবং নতুন requirements আসবে সাথে পুনরায় চালু হবে State and Territory Migration প্রোগ্রাম। এছাড়াও নতুন অর্থবছরে বেশ বড় পরিসরে ভিসা টাইপের জন্য Government lodgment ফি আগের থেকে বেড়েছে। এর মধ্যে সবচেয়ে significant ভাবে বেড়েছে Citizenship by Conferral ফি। প্রতি প্রাপ্তবয়স্ক আবেদনকারীকে ৪৯০ ডলার দিতে হবে এখন থেকে যা আগের ফি থেকে ৭২% বেশি।

ভবিষ্যতে অস্ট্রেলিয়ার অকুপেশন লিস্ট, কয়জনকে আমন্ত্রণ জানানো এবং State Migration প্রোগ্রাম কিভাবে পরিচালিত হবে তা প্রতি অর্থবছরের নতুনভাবে নির্ধারিত করা হয়।

No Comments
Post a comment