B.C. PNP invites 72 tech workers in new draw

২৫শে আগস্ট, BC PNP এর মাধ্যমে আন্তর্জাতিক tech workers ও শিক্ষার্থীদের provincial nomination এর জন্য আবেদনের আমন্ত্রণ জানানো হয়।
B.C. তে সাপ্তাহিক Tech Pilot draws এর মাধ্যমে ২৯ টি যোগ্য পেশায় চাকরীর অফার প্রাপ্ত প্রার্থীদের provincial nomination এর আবেদনের আমন্ত্রণ জানানো হয়। ২০১৭ সাল থেকে পরিচালিত, Tech Pilot এর উদ্দেশ্য B.C. এর প্রযুক্তি খাতে IT worker দের নিয়োগের মাধ্যমে বর্তমান labour market এর প্রয়োজনীয়তা মোকাবেলায় সহায়তা করা।
২৫শে আগস্ট, Tech Pilot draws এর মাধ্যমে প্রকাশিত ৭২ টি আমন্ত্রণ Express Entry BC (EEBC) এবং Skills Immigration উভয় স্ট্রিমের Skilled Worker এবং International Graduate subcategory এর প্রার্থীদের কাছে ইস্যু করা হয়। উভয় subcategory এর প্রার্থীদের জন্য প্রয়োজনীয় ন্যূনতম স্কোর ছিল ৮০, যা ১১ ই আগস্ট অনুষ্ঠিত Tech draw এর স্কোরের মতো অপরবর্তীত ছিল।
Free assessment for Canada Immigration
Tech Pilot এর অধীনে যোগ্য বিবেচিত হওয়ার জন্য, প্রার্থীদের B.C. এর existing provincial immigration stream গুলোর একটিতে রেজিস্টার্ড হওয়া এবং Tech Pilot এর ২৯ টি eligible occupations এর একটিতে কমপক্ষে ১২ মাসের একটি বৈধ জব অফার থাকতে হবে।
Skills Immigration অথবা Express Entry BC category তে আবেদন করার জন্য প্রার্থীদের BC PNP এর অনলাইন পোর্টালে প্রোফাইল তৈরী করে, Skills Immigration Registration System (SIRS) এ রেজিস্টার্ড হতে হয়। মূলত শিক্ষা, কাজের অভিজ্ঞতা, ইংরেজিতে দক্ষতা এবং কর্মক্ষেত্রের অবস্থানের মতো বিষয়ের উপর ভিত্তি করে আবেদনকারীদের মূল্যায়ন ও স্কোর দেয়া হয়।
যদি কোনও আবেদনকারী অনুমোদিত হয় তবে তারা Provincial Nominee Class এর অধীনে Immigration, Refugees and Citizenship Canada তে permanent residence এর জন্য আবদেন করতে তাদের provincial nomination ব্যবহার করতে পারেন।
Express Entry candidates যারা British Columbia থেকে মনোনয়ন পাবেন তাদের Express Entry Comprehensive Ranking System (CRS) score এ অতিরিক্ত ৬০০ পয়েন্ট দেওয়া হবে এবং ভবিষ্যতের federal Express Entry draw তে একটি নিশ্চিত Invitation To Apply (ITA) দেওয়া হবে।
আগস্টে এখন পর্যন্ত British Columbia তে বিভিন্ন PNP বিভাগ এবং স্ট্রিমের মাধ্যমে চারটি draw অনুষ্ঠিত হয়েছে এবং ৮৬৩ জন প্রার্থীকে provincial nomination এর আবেদনের আমন্ত্রণ জানিয়েছে।
PNP-specific Express Entry draws এবং B.C. তে অনুষ্ঠিত PNP draws এবং Ontario এর মতো অন্যান্য province গুলোর ফলে আরও বেশি tech immigration candidate দের Canadian Permanent Resident status এর জন্য আবেদনের জন্য আমন্ত্রিত করা হয়, কেননা এই COVID-19 মহামারীতেও tech sector Canadian অর্থনৈতিক উন্নয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ।