fbpx

Blog

BC PNP: 216 immigration candidates receive invitations

BC PNP 216 immigration candidates receive invitations

British Columbia ২ ফেব্রুয়ারী ২০২১ এ Provincial Nominee Program (PNP) ড্র আয়োজন করে। ড্রতে ৮ জন উদ্যোক্তা প্রার্থী ও ২০৮ জন Skilled Worker ও International Graduate প্রার্থীকে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে।

Express Entry BC (EEBC) এবং Skills Immigration ক্যাটাগরিতে সর্বমোট ২০৮ জন Skilled Worker এবং International Graduate প্রার্থীরা প্রভিন্সিয়াল নমিনেশন পান। সর্বনিম্ন স্কোর ক্যাটাগরিভেদে বিভিন্ন ছিলো।

 

 

Express Entry BC তে সাবক্যাটাগরি গুলোতে সর্বনিম্ন Cut-off স্কোরগুলো নিচে দেয়া হলোঃ

  • Skilled Worker: ১০৪
  • International Graduate: ১০০

এই ক্যাটাগরির প্রার্থীদের ইতিমধ্যে Immigration, Refugee and Citizenship Canada (IRCC) এর অধীনে Express Entry সিস্টেমে প্রোফাইল সাবমিট করতে হবে। B.C. থেকে প্রভিন্সিয়াল নমিনেশন পাবার পর সফল প্রার্থীদের CRS স্কোরে অতিরিক্ত ৬০০ পয়েন্ট যোগ হবে। এর ফলে প্রার্থীরা নিশ্চিতভাবে Express Entry তে ITA (Invitation to Apply) পাবে।

তিনটি skilled immigration সাব-ক্যাটাগরিতে কাট-অফ স্কোর ছিলো নিম্নরুপঃ

  • Skilled Worker: ৯৮
  • International Graduate: ৯৮
  • Entry Level and Semi-Skilled: ৭৯

B.C. কর্তৃপক্ষ জানিয়েছে যে করোনাভাইরাসের প্রভাব এই ড্রতে পড়েছে। ফলে সাম্প্রতিক কিছু মাসে B.C. বেশ কিছু সেলস এবং সার্ভিস পেশা এই ড্র থেকে বাদ দিয়েছে।

প্রতি সপ্তাহে British Columbia এর বিভিন্ন PNP ক্যাটাগরি ও স্ট্রীম অনুযায়ী ড্র আয়োজন করে।

এখন পর্যন্ত BC PNP সর্বমোট ৭৪০ জন প্রার্থীকে আবেদন ইস্যু করেছে।

Skilled Immigration অথবা Express Entry BC ক্যাটাগরিতে আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে SIRS (Skilled Immigration Registration System) এর অধীনে BC PNP এর অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয়।

আবেদনকারীদের তাদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ইংরেজি ভাষায় দক্ষতা ও কাজের স্থান অনুযায়ী যাচাই করা হয় এবং ঐ অনুযায়ী স্কোর প্রদান করা হয়।

 

What is the Skills Immigration stream?

Skills Immigration স্ট্রীমে উপযুক্ত বিদেশী দক্ষ পেশাজীবীদের পার্মানেন্ট রেসিডেন্স দেয়া হয় যাদের B.C. থেকে যেকোন পেশায় কাজের অভিজ্ঞতা আছে।

SI এর অধীনে মোট ৫ টি ক্যাটাগরি আছে, যার ৪ টি কানাডার ফেডারেল সরকারের Express Entry স্ট্রীমের সাথে সংযুক্ত। ৫ টি ক্যাটাগরি নিচে দেওয়া হলোঃ

  • Skilled Worker Category – যাদের কোন পেশায় কয়েক বছরের কাজের অভিজ্ঞতা আছে এবং যাদের জব অফার আছে;
  • Healthcare Professional Category – ডাক্তার, নার্স, সাইকিয়াট্রিক নার্স অথবা অন্যান্য পেশার স্বাস্থ্যকর্মী যাদের হেলথকেয়ার প্রফেশনের নির্দিষ্ট ১১ টি পেশা থেকে যেকোন একটিতে জব অফার আছে;
  • International Graduate Category – যারা শেষ তিন বছরে কানাডার কোন বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক পাস করেছেন;
  • International Post-Graduate Category – ন্যাচারাল, এপ্লাইড অথবা হেলথ সাইন্স থেকে যারা মাস্টার্স অথবা পিএইচডি করেছেন। এই ক্যাটাগরিতে জব অফার ছাড়াই আবেদন করা যাবে; এবং
  • Entry Level and Semi-Skilled Worker Category – এন্ট্রি লেভেল অথবা সেমি স্কিল্ড লেভেলের কাজে অভিজ্ঞ প্রার্থীরা এই ক্যাটাগরিতে আছেন। ট্যুরিজম, হসপিটালিটি, ফুড প্রসেসিং, দূর-পাল্লার ট্রাক ড্রাইভিং পেশায় অভিজ্ঞ অথবা British Columbia এর Northeast Development Region এ বাস করছেন ও এন্ট্রি লেভেল অথবা সেমি স্কিল্ড লেভেলে কাজ করেছেন তারা এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এইটা একমাত্র Skilled Immigration ক্যাটাগরি যেখানে প্রার্থীদের Express Entry সিস্টেমে আবেদন করার প্রয়োজন হয় না।

 

Entrepreneur Streams

B.C. দুই মাসে প্রথমবার Entrepreneur স্ট্রীমেও প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে। সর্বমোট ৮ জন প্রার্থীকে BC PNP এর Entrepreneur Immigration Base ক্যাটাগরি থেকে আবেদনের আমন্ত্রণ করা হয়।

এর কাট-অফ স্কোর ছিলো ১২২.

এই Base ক্যাটাগরির উদ্দেশ্য হলো যারা নতুন ব্যবসা শুরু করতে চায় অথবা প্রচলিত কোন ব্যবসাতে অংশীদার হতে চায় তাদেরকে স্বাগতম জানানো। প্রার্থীদের বেশ কিছু ফ্যাক্টরের উপর ভিত্তি করে যাচাই করা হয়েছিলো। ব্যবসার অভিজ্ঞতা, মোট সম্পদের পরিমাণ, শিক্ষাগত যোগ্যতা, ব্যবসার পরিকল্পনা, এবং ব্যবসায় কি পরিমাণ সম্পদ ইনভেস্ট করতে চায় ইত্যাদি কিছু ফ্যাক্টরের উপর ভিত্তি করে প্রার্থীদের যাচাই করা হয়েছিলো।

 

No Comments
Post a comment