British Columbia issues 370 invitations in PNP draws

কানাডার British Columbia প্রদেশটি ৩৭০ জন প্রার্থীদের Provincial Nominee Program এর দুইটি ভিন্ন ড্রয়ের মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছে। British Columbia এখন পর্যন্ত এই বছরে ৫০০০ এর মত আবেদনকারীকে permanent residence এর জন্য আবেদন জানিয়েছে।
ফেব্রুয়ারি মাস থেকে British Columbia দুইটি আলাদা রাউন্ডে তাদের Provincial Nominee Program এর মাধ্যমে প্রার্থীদের আমন্ত্রণ জানাচ্ছে। প্রথম general draw তে তারা wholesale trade managers এবং দ্বিতীয় ড্রতে restaurant and foodservice managers দের priority দেয়া হচ্ছে। British Columbia Provincial Nominee Program এর Immigration Registration System এই দুই পেশার অনেক মানুষ আবেদন করেছে এবং কানাডা যাতে তাদের labour market চাহিদা অনুযায়ী এই প্রত্যেক পেয়াশার আবেদনকারীকে আমন্ত্রণ জানাতে পারে সেদিকে বিশেষ খেয়াল রাখছে।
Free assessment for Canada Immigration
General ড্রতে Skills Immigration (SI) এবং Express Entry BC (EEBC) স্ট্রিমে আবেদনকারীরা আমন্ত্রণ পায়। মূলত Skills Immigration (SI) এবং Express Entry BC (EEBC) স্ট্রিমের সাব ক্যটাগরি Skilled Worker, International Graduate আর Entry Level and Semi-Skilled তে আবেদনকারীদেরকেই আমন্ত্রণ জানানো হয়। ৭৬ থেকে ৯৪ যাদের স্কোর ছিল এরকম ৩২৩ জন প্রার্থীকে এই জেনারেল ড্রতে ডাকা হয়েছে। বাকি আরেকটা যে ড্রয়ের কথা আমরা জানি সেখানে ১১১ স্কোর প্রাপ্ত ৪৭ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। NOC 0621 অথবা NOC 0631 যাদের পেশা সহ সকল SI and EEBC categories এর প্রার্থীদের মূলত আমন্ত্রণ জানানো হয়। এখন পর্যন্ত British Columbia প্রদেশটি ৪,৮০৮ প্রার্থীকে তাদের Provincial Nominee Program এর মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছে।
About the BC PNP
British Columbia Provincial Nominee Program (BC PNP) বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যেসব মানুষ কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে চায় এবং অবশ্যই দক্ষ তাদের কে আমন্ত্রণ জানানোর জন্য একতাবদ্ধ।
BC PNP এর Skills Immigration আর Express Entry এই দুই sub-categories পরিচালনা করে British Columbia এরই Skills Immigration Registration System (SIRS), কোন প্রার্থীকে আবেদনের জন্য প্রথমে এই সিস্টেমের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। এরপরে এখান থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, language skills এর ভিত্তিতে পরে প্রার্থীদের ডাকা হয়।
রেগুলার ড্রতে যেসব আবেদনকারী সর্বোচ্চ স্কোর পায় তাদেরকে provincial nomination এ আবেদনের জন্য আমন্ত্রণ জানানো হয় এবং পরে তারা সহজেই permanent residency এর জন্য আবেদন করতে পারে। আমন্ত্রণ পাওয়ার ৩০ দিনের মধ্যে আবেদনের BC PNP এর অনলাইন সিস্টেমে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়। পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরে BC PNP দুই থেকে তিন মাসের মত সময় নেয় চূড়ান্ত ফলাফল জানানোর জন্য।
নমিনেশন ঠিকভাবে হয়ে গেলে আবেদনকারী Immigration, Refugee and Citizenship Canada (IRCC) তে Provincial Nominee Class এর অধীনে permanent resident এর জন্য আবেদন করতে পারে। এই নমিনেশন পাওয়ার ছয় মাসের মধ্যে permanent resident এর জন্য আবেদন করা যায়। Provincial Nominee হওয়ার জন্য একজন প্রার্থী মূল CRS স্কোরের সাথে আরও ৬০০ পয়েন্ট বেশি পেতে পারে। আর Express Entry এর ড্রতে বেশি স্কোর পাওয়া Provincial Nominee সহজেই Invitation to Apply (ITA) পেয়ে যায়।