fbpx

Blog

CANADA ANNOUNCES IMMIGRATION LEVEL TARGETS 2018-2020

FREE ASSESSMENT FOR CANADA IMMIGRATION

Immigration, Refugees and Citizenship Canada (IRCC) আগামী ৩ বছরের জন্য তাদের Immigration Level Targets প্রকাশ করেছে। এই নতুন পরিকল্পনা অনুযায়ী, কানাডা এখন থেকে ২০২০ সালের মধ্যে প্রায় দশ লক্ষ নতুন অভিবাসীকে গ্রহণ করবে। আগামী বছরের Target গুলো ২০১৭ সালের মতোই হবে। এমনকি Express Entry System দ্বারা পরিচালিত Federal Economic Streams এর মাধ্যমে আরো নতুন অভিবাসীরা আসবে।

 

Canada to Welcome Nearly One Million New Immigrants Through 2020

2018 COMPARED TO 2017

IRCC ও পরিকল্পনা করছে যে তারা ২০১৭ সালের চেয়ে ২০১৮ সালে বেশী Provincial nominees গ্রহণ করবে। ২০১৮ সালে Family sponsorship streams এর মাধ্যমে কানাডা আরো বেশী অভিবাসী গ্রহণের পরিকল্পনা করছে। Parents and Grandparents sponsorship প্রোগ্রামটি ২০১৭ সালে Lottery system এ পরিণত হয় এবং ২০১৭ সালে দ্বিগুন হয়ে ১০,০০০ থেকে ২০,০০০ হয়। ২০১৮ সালে আরো ২১,০০০ বাবা-মা ও দাদা-দাদী কানাডা তে তাদের পরিবারের সাথে যোগ দিতে পারবেন।

 

PLANNING AHEAD: IMMIGRATION TARGETS

2018-2020 IRCC প্রথম বারের মতো এমন Multi-year immigration plan প্রকাশ করলো। ২০১৯ এবং ২০২০ সালের পরিকল্পনা প্রতি বছরের ১ নভেম্বরে প্রশ করা হবে যাতে তারা পরিবর্তন করতে পারে। তারা বলেন যে Multi-year plan তাদের দিক নির্দেশের একটি ভাল ইঙ্গিত দেয় যে IRCC সম্পৃক্ত আছে।

প্রায় তিন বছর ধরে প্রায় প্রতিটি শ্রেণীর অভিবাসন বৃদ্ধি পাচ্ছে, তবে Federal Economic ও Provincial Nominee Program categories এর জন্য সবচেয়ে বড় অগ্রগতির পরিকল্পনা রয়েছে। বর্তমানে এই Categories গুলো অনেক Successful Express Entry system দ্বারা পরিচালিত হয়।

Are you eligible to come to Canada through Express Entry? Discover all of your Canadian immigration options by completing our free online assessment today!

No Comments
Post a comment