Canada extends Atlantic Immigration Pilot

FREE ASSESSMENT FOR CANADA IMMIGRATION
ফেডারেল সরকার ঘোষণা করেছে যে কানাডা Atlantic Immigration Pilot প্রোগ্রামটির momentum বজায় রাখার জন্য একটি bid এ তা ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়াচ্ছে।
Nova Scotia, New Brunswick, Prince Edward Island এবং Newfoundland and Labrador প্রদেশগুলোতে শ্রম ঘাটতিকে address করতে Atlantic Immigration Pilot (AIP) তৈরি করা হয়েছিল, প্রাথমিকভাবে ৩ বছর চলার জন্য এটা ২০১৭ তে প্রণীত হয়েছিল।
আটলান্টিক কানাডা অঞ্চলের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর আন্তর্জাতিক স্নাতক এবং উপযুক্ত বিদেশি দক্ষ কর্মীদেরকে ঐ প্রদেশে নিয়োগ দিতে designated নিয়োগকর্তাদেরকে অনুমতি দেয় এই pilot টি।
Immigration, Refugees and Citizenship Canada (IRCC) কতৃক প্রকাশিত জরিপ অনুসারে, ২০১৭ তে প্রণয়নের পরে AIP এর মাধ্যমে ৩,৭২৯টি চাকরির প্রস্তাব করেছেন Atlantic Canada অঞ্চলের ১,৮৯৬ জন নিয়োগকর্তা।
AIP এর জন্য চাহিদাতে গত বছর pilot এর মাধ্যমে কানাডায় নতুন admission এর annual allotment ৫০০ সংখ্যক বাড়াতে IRCC কে পরিচালিত করেছিল।
আটলান্টিক কানাডা অঞ্চলে অর্থনৈতিক উন্নতিকে লক্ষ্য করে নেয়া ফেডারেল-প্রাদেশিক যৌথ উদ্যোগ হল Atlantic Growth Strategy, এর cornerstone হল Atlantic Immigration Pilot.
কানাডার Immigration, Refugees and Citizenship মন্ত্রী Ahmed Hussen বলেন Pilot টির সময়সীমা বৃদ্ধি “কানাডার সরকার এবং আটলান্টিক প্রদেশগুলোকে বিভিন্ন approach নিয়ে experiment করতে এবং ঐ প্রদেশে প্রোগ্রামটির মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি প্রভাব assess করতে আরো সময় প্রদান করবে।”
“২০১৭ থেকে, Atlantic Immigration Pilot টি আটলান্টিক কানাডা অঞ্চলে দক্ষ অভিবাসী আকর্ষণে অনেক সফল হয়েছে,” Hussen বলেন। “IRCC এবং আটলান্টিক প্রদেশসমূহ অনেক কঠোরভাবে কাজ করেছে এবং pilot টি যেন ঐ প্রদেশের unique শ্রম এবং demographic চ্যালেঞ্জ সমূহকে address করতে পারে তা নিশ্চিত করতে এটা চালিয়ে যাবে।”
AIP তে IRCC নিম্নোক্ত strategic program change প্রণয়ন করেছেঃ
- আন্তর্জাতিক স্নাতকরা AIP এর জন্য আবেদন করতে এখন ২৪ মাস post-graduation সময় পাবেন। (IRCC বলেছে এই পরিবর্তন যোগ্য আন্তর্জাতিক স্নাতকদের সংখ্যা বৃদ্ধি করবে যেন তারা AIP তে অংশগ্রহণ করতে পারে এবং তাদের PR আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সময় দেবে।)
- চাকরির vacancy গুলো পূরণ করতে care and home care support কর্মী হিসেবে কাজ চালিয়ে যেতে আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত নার্সদের নিয়োগ দিতে পারবেন health-care sector এর নিয়োগকর্তারা।
- In-demand শ্রম বাজার প্রয়োজনীয়তায় AIP space গুলোতে লক্ষ্য রাখতে আটলান্টিক প্রদেশগুলো নতুন কতৃপক্ষ পাবে। এই পরিবর্তন pilot এর আরো ভাল oversight এর দিকে পরিচালিত করবে এবং designated নিয়োগকর্তাদের ব্যবস্থাপনা করতে প্রদেশ গুলোকে আরো ভাল সক্ষমতা প্রদান করবে।
- ২০১৯ সালের ১ মে এর শুরুতে IRCC এর যা প্রয়োজন হবে তা হল- work permit এর জন্য অনুমোদিত হবার পূর্বে আবেদনকারী যেন AIP এর ভাষা, শিক্ষা এবং কাজের অভিজ্ঞতা requirement গুলো পূরণ করে।
AIP এর একটি মূল সুবিধা হল pilot প্রোগ্রামের অধীনে endorsed চাকরি গুলোর জন্য designated নিয়োগকর্তাদেরকে Labour Market Impact Assessment অর্জন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় না।
যোগ্য হতে হলে বিদেশি কর্মীদেরকে একজন designated নিয়োগকর্তাদের কাছ থেকে একটি full-time চাকরির প্রস্তাব অবশ্যই পেতে হবে এবং কানাডার National Occupational Classification (NOC) এর অধীনে designated Skill Type 0, Skill Level A বা Skill Level B পেশাতে কমপক্ষে ১ বছর full-time (বা সমান part-time) paid চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
এ ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের Counselor দের সাথে কথা বলুন।
আপনার কানাডায় ইমিগ্রেশনের সুযোগগুলো জানার জন্য আজই রেজিস্ট্রেশন করুন।