fbpx

Blog

Canada, Ontario Announce New Immigration Agreement

FREE ASSESSMENT FOR ONTARIO IMMIGRATION

Canada এবং Ontario এর সরকার একটি নতুন Agreement ঘোষণা করেছেন যেখানে তাদের দক্ষ অভিবাসীদের নিয়োগের জন্য তাদের প্রচেষ্টাকে উন্নত করার ব্যবস্থা করা হয়েছে এবং তারা যে যা পেশায় আছেন সেখানে Province’s occupational requirements পূরণ করার জন্য যেসব প্রয়োজন রয়েছে তার প্রশিক্ষণ দেওয়া হবে।

Canada-Ontario Immigration Agreement (COIA) নতুন অভিবাসীদের Ontario’s professional standards অনুসারে তাদের যোগ্যতাকে উন্নত করতে সাহায্য করার জন্য আগামী ৩ বছরের Bridge training programs এর জন্য ৯১ মিলিয়ন মার্কিন ডলারের Fund করেছে।
কানাডার Minister of Immigration, Refugees and Citizenship, Ahmed Hussen এবং Ontario এর Minister of Citizenship and Immigration, Laura Albanese এর স্বাক্ষরিত চুক্তিতে ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি উদ্বোধন করা হয়।

একটি সংবাদ মাধ্যমে সরকার বলেছে যে কানাডার সবচেয়ে জনবহুল এবং সমৃদ্ধ প্রদেশের অর্থনীতিকে বৃদ্ধি করতে নতুন অভিবাসীদের গ্রহণ এবং settle করার জন্য তাদের যৌথ প্রচেষ্টাকে দৃঢ় করতে COIA একটি Framework প্রতিষ্ঠা করেছে। এছাড়াও এই চুক্তি তাদের Shared humanitarian responsibilities এবং তাদের Ontario এর French-speaking immigrants এর আকর্ষণ করার যোগ্যতাকে আরো বৃদ্ধি করবে।

আহমেদ হুসেন বলেছেন – ” প্রতি বছর কানাডায় বসবাসকারী নতুন স্থায়ী বাসিন্দা যা সাধারণত ১,০০,০০০ হয়,তাদের জন্য Ontario শীর্ষস্থানীয়।” তিনি আরো বলেন – “আমাদের পারস্পরিক লক্ষ্য অর্জনে Canada ও Ontario একসঙ্গে কাজ করবে এমন একটি নতুন চুক্তি স্থাপন করার সঠিক সময় এসে গেছে ।”

আহমেদ হুসেন বলেন যে ,নতুন চুক্তি কানাডায় সম্প্রতি ঘোষণা করা Multi-year Immigration Levels Plan এর মধ্যে নির্ধারিত Ambitious target গুলো পূরণ করতে অবদান রাখবে। এই পরিকল্পনাটি তে প্রায় ১০,০০,০০০ নতুন স্থায়ী বসবাসকারী ২০১৮-২০২০ সাল পর্যন্ত এই তিন বছরের মধ্যে কানাডায় অভিবাসন পেয়ে যাবে ।

 

Apply here to know your chances for Canada Immigration

 

Albanese বলেন, অভিবাসন উভয় Ontario ও Canada এর জন্য জয় জয়কর হবে এবং নতুন চুক্তি সেসব সুবিধাগুলোকে আরো বৃদ্ধি করবে। Canada-Ontario Immigration Agreement এর ফলে কানাডার সরকারের সাথে অংশীদারিত্বের দক্ষতা বৃদ্ধি পাবে যা দক্ষ নতুন অভিবাসীদের আকর্ষণ করতে পারে যারা আমাদের Shared economies কে উপকৃত করবে এবং কানাডার ভবিষ্যত সমৃদ্ধির জন্য অবদান রাখবে।

২০১৭ সালে Ontario তাদের Ontario Immigrant Nominee Program (OINP) এর মাধ্যমে কানাডায় স্থায়ী বসবাসের জন্য প্রার্থীদের ৬,০০০ মনোনয়নপত্র Issue করে।

এর আগে এই সপ্তাহে, OINP ঘোষণা করেছিল যে এটি ২০১৭ সালের জন্য Provincial nomination allotment এ পৌঁছে গিয়েছে। ২০১৮ সালের জন্য Ontario এর PNP allotment ৬ হাজারেরও বেশি হবে যা ফেডারেল সরকারের ২০১৮-২০২০ অভিবাসন পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠিত উচ্চতর PNP লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।

Apply now for Ontario Immigrant Nominee Program (OINP) and get the opportunity to get Canadian PR. To apply for OIPN please register here now.

No Comments
Post a comment