fbpx

Blog

Express Entry: 462 invited in new PNP draw, CRS drops

Express Entry 462 invited in new PNP draw, CRS drops

২১ জুলাই অনুষ্ঠিত Express Entry এর আরেকটি ড্রয়ে ৪৬২ আবেদনকারীকে permanent residence এর জন্য আমন্ত্রণ জানিয়েছে কানাডা সরকার। এই ড্রতে আমন্ত্রিত সবাই এর আগে Provincial Nominee Program (PNP) এর নমিনেশন পেয়েছিলেন। যেসব আবেদনকারীর Ranking System System (CRS) স্কোর ৭৩৪ বা তার চেয়ে বেশি ছিল তারা এই ড্রতে আমন্ত্রণ পেয়েছেন। সাধারণত PNP এর আবেদনকারীরা provincial nomination পেয়ে গেলে অতিরিক্ত ৬০০ পয়েন্ট পেয়ে যায়। তার মানে PNP এর স্কোর ছাড়া ১৩৪ স্কোর পাওয়া আবেদনকারীও এই ড্রয়ে আমন্ত্রণ পেয়েছে।

Immigration, Refugees and Citizenship Canada (IRCC) ড্রয়ের আগেই কোন দিনে tie-break হবে তা জানিয়ে দেয়। এই বছর এপ্রিল মাসের ১১ তারিখের আগে তাদের প্রোফাইল Express Entry তে জমা দিয়েছেন তারাই মূলত ২১ জুলাইয়ের এই ড্রতে আমন্ত্রণ পেয়েছেন। এই ড্রয়ের আগের PNP ড্রতে ৬২৭ জন আবেদনকারীকে permanent residence এর জন্য আমন্ত্রণ জানানো হয় আর সেই ড্রতে cufoff score ছিল ৭৬০।

কানাডা এই বছর record-breaking পরিমাণ Express Entry আবেদনকারীকে permanent residence এর জন্য invite করেছে যা গত বছরের এই সময় থেকে প্রায় দ্বিগুণ। এখন পর্যন্ত প্রায় ৯৮,৮০৪ জন Express Entry আবেদনকারীকে permanent residence এর জন্য আবেদন করতে আমন্ত্রণ জানানো হয়েছে। IRCC ১৩ ই ফেব্রুয়ারির ঐতিহাসিক ড্রয়ে মোট ২৭,৩৩২ জন permanent residence এর জন্য আমন্ত্রণ থেকে মূলত বেশি পরিমাণে আবেদনকারী আমন্ত্রণ শুরু করে। আর IRCC এর তথ্য অনুযায়ী, এই আমন্ত্রণকারীদের প্রায় ৮৭% এ ৯০ দিনের মধ্যে permanent residence এর জন্য আবেদন করেছে।

Express Entry মূলত কানাডার points-based ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম যার অধীনে ৩ টি ফেডারেল ইমিগ্রেশন প্রোগ্রাম আছেঃ Federal Skilled Worker Program, Federal Skilled Trades Program এবং Canadian Experience Class- আবেদনকারীরা এই ৩ টি প্রোগ্রামের মাধ্যমে কানাডায় permanent residence এর জন্য আমন্ত্রণ পেতে পারে। কিছু PNP প্রোগ্রামও এই Express Entry এর মাধ্যমে তাদের provincial nomination দিয়ে থাকে। CRS স্কোর নির্ধারণ করা হয় ওই আবেদনকারীর বিভিন্ন ধরনের তথ্য ও যোগ্যতার উপর; যেমন বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ভাষার দক্ষতা (ইংরেজি ও ফ্রেঞ্চ)। সাধারণত IRCC প্রতি দুই সপ্তাহ পরে ড্রয়ের আয়োজন করে আর এই ড্রয়ে CRS স্কোরের ভিত্তিতে প্রার্থীদের invitation পাঠানো হয় permanent residence এর জন্য আবেদন করার জন্য।

No Comments
Post a comment