fbpx

Blog

Express Entry: Canada holds biggest PNP-only draw ever

Express Entry Canada holds biggest PNP-only draw ever

জুনের ৯ অনুষ্ঠিত Express Entry ড্রয়ে কানাডা ৯৪০ জন আবেদনকারীকে permanent residence এর জন্য আবেদন করতে আমন্ত্রণ জানিয়েছে। এই ড্রতে আমন্ত্রিত আবেদনকারীদের সবাই এর আগে Provincial nomination পেয়েছিলেন। যেসব আবেদনকারীর Comprehensive Ranking System (CRS) স্কোর ৭১১ বা তার চেয়ে বেশি ছিল তারা এই ড্রতে আমন্ত্রণ পেয়েছেন। Express Entry এর আগের ড্রয়ের সর্বনিম্ন স্কোরগুলোর সাথে তুলনা করলে ৭১১ স্কোর অনেক বেশি মনে হলেও ব্যাপারটা এরকম কিছু না। সাধারণত PNP এর আবেদনকারীরা provincial nomination পেয়ে গেলে অতিরিক্ত ৬০০ পয়েন্ট পেয়ে যায়। তার মানে PNP এর স্কোর ছাড়া ১১১ স্কোর পাওয়া আবেদনকারীও এই ড্রয়ে আমন্ত্রণ পেয়েছে।

এই ড্রতে তারাই আমন্ত্রণ পেয়েছেন যারা ২০২১ এর ফেব্রুয়ারির ১৬ তারিখের আগে তাদের প্রোফাইল Express Entry তে সাবমিট করেছে। Immigration, Refugees and Citizenship Canada (IRCC) ড্রয়ের আগেই কোন দিনে tie-break হবে তা জানিয়ে দেয়। এই ড্রয়ের immediate আগের ড্রতে PNP-specific program এর মাধ্যমে ৫০০ জন আবেদনকারীকে permanent residence জন্য আমন্ত্রণ জানায় এবং এই ড্রতে cufoff score ছিল ৭১৩। ৯ জুনের এই ড্রতে আগের থেকে প্রায় দ্বিগুণ প্রার্থীদের invite করা হয় এবং তার জন্য cutoff score ও হয় আগের থেকে কম।

বর্তমান পরিস্থিতিতেও Immigration, Refugees and Citizenship Canada (IRCC) PNP-specific Express Entry ড্রয়ের মাধ্যমে নিয়মিত ড্রয়ের মাধ্যমে আবেদনকারীদের আমন্ত্রণ জানানো হচ্ছে। গত বছর কানাডা Immigration Levels Plan 2021-2023 প্রকাশ করে যা এর ইতিহাসে সর্বোচ্চ লেভেলের ইমিগ্রেশন টার্গেট। কানাডার PNP গুলো সাম্প্রতিক বছরগুলিতে যেভাবে immigrant নিচ্ছে তাতে আগামী তিন বছরের টার্গেট সহজেই পূরণ করতে পারবে। গত ১৩ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ড্রয়ে রেকর্ড সংখ্যক ITA issue এর মধ্যে দিয়ে কানাডা তাদের আগামী তিন বছরের টার্গেট পূরণ করা শুরু করেছে। ২০২১ সালে এখন পর্যন্ত ৭৫,৭১৩ জনআবেদনকারীকে আমন্ত্রণ করেছে কানাডা।

Annual Admissions Targets & ITAs

২০২০ সালে ৪ লাখ ১ হাজার অভিবাসী আনার পরিকল্পনা ব্যক্ত করেন কানাডার ফেডারেল সরকার। আর এই লক্ষ্য পূরণের জন্য travel restrictions এর মধ্যেও কানাডা সরকার Canadian Experience Class (CEC) এবং Provincial Nominee Program (PNP) এর প্রার্থীদের Express Entry এর ড্রয়ের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছে। ২০২১ সালের মধ্যে কানাডা Express Entry প্রোগ্রামের মাধ্যমে ১০৮,৫০০ পার্মানেন্ট রেসিডেন্স এর জন্য আমন্ত্রন জানাবে আর সেই লক্ষ্য পূরণে ২০২১ সালে এ পর্যন্ত পার্মানেন্ট রেসিডেন্স এর জন্য ৬৮,৩১৭ জন Express Entry প্রার্থীকে আমন্ত্রণ জানিয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ। যেহেতু কানাডার সরকার এই বছর ৪০১,০০০ নতুন ইমিগ্র্যান্টকে স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে আর এই লক্ষ্য পূরণের জন্য তারা Express Entry এর মাধ্যমে invitation এর পরিমাণ বাড়িয়ে দিচ্ছে।

PNP specific ড্রগুলোতে cut off স্কোর বেশি থাকে কারণ provincial nomination পেয়ে গেলে অতিরিক্ত ৬০০ পয়েন্ট যোগ হয় আবেদনকারীদের প্রোফাইলে। অন্যদিকে CEC specific ড্র গুলোতে cut off স্কোর বেশ কম থাকে কারণ CEC তে আবেদনকারীদের অন্য কোন প্রার্থীদের সাথে প্রতিযোগিতা করতে হয় না। তাই CEC তে আবেদনকারীরা যাদের বেশি স্কোর রয়েছে তারা সহজেই permanent residence এর জন্য আমন্ত্রণ পেয়ে থাকে। যেসব ড্রতে বেশি আবেদনকারীকে ডাকা হয় সেইসব ক্ষেত্রে CRS স্কোরের cutoff ও বেশ কমে যায়।

CRS Cut-off score for Last 10 Draws

How to get permanent residence through Express Entry?

কানাডার দক্ষ ইমিগ্র্যান্ট নেয়ার অন্যতম প্রধান উপায় হল Express Entry. Provincial Nominee Program এ আবেদন না করে সরাসরি Express Entry এর মাধ্যমেও permanent residence এর আমন্ত্রণ পাওয়া সম্ভব। কিন্তু Provincial Nominee Program এ successful nomination থাকলে IRCC থেকে Permanent Residence এর জন্য যে আমন্ত্রণ পাবেন তা মোটামুটি নিশ্চিত।

Express Entry মূলত কানাডার ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম যার অধীনে ৩ টি ফেডারেল ইমিগ্রেশন প্রোগ্রাম আছেঃ Federal Skilled Worker Program, Federal Skilled Trades Program এবং Canadian Experience Class- আবেদনকারীদের এই ৩ টি প্রোগ্রামে CRS স্কোর দেওয়া হয়। Express Entry পুলে প্রবেশ হয়ে গেলে একের অধিক Express Entry-managed program এর জন্য একজন প্রার্থী যোগ্য হতে পারে।

CRS স্কোর নির্ধারণ করা হয় ওই আবেদনকারীর বিভিন্ন ধরনের তথ্য ও যোগ্যতার উপর; যেমন বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ভাষার দক্ষতা (ইংরেজি ও ফ্রেঞ্চ)। সাধারণত IRCC প্রতি দুই সপ্তাহ পরে ড্রয়ের আয়োজন করে আর এই ড্রয়ে CRS স্কোরের ভিত্তিতে প্রার্থীদের আমন্ত্রণ করা হয় permanent residence এর জন্য আবেদন করার জন্য। Nunavut and Quebec province বাদে প্রায় সব প্রদেশে PNP আছে। কানাডার এই প্রদেশগুলি তাঁদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মীদের আমন্ত্রণ জানায়। প্রার্থীদের প্রোফাইল আর স্কোরের উপর ভিত্তি করে মূলত বিভিন্ন province এ আমন্ত্রিত হয়। অনেক সময় আবেদনকারীদের কোন নির্দিষ্ট province এ যাওয়ার জন্য Expression of Interest এর প্রোফাইল ওপেন করতে হয়।

IRCC কিছুদিন পর পরই ড্র পরিচালনা করে এবং প্রত্যেক ড্রতে সর্বোচ্চ CRS স্কোর প্রাপ্ত আবেদনকারীদের Invitations to Apply (ITA) ইস্যু করা হয় এবং ITA পাওয়ার পরেই আবেদনকারী কানাডার permanent residence এর জন্য আবেদন করতে পারে। কেবলমাত্র IRCC permanent residency visa ইস্যু করতে পারে। Confirmation of Permanent Residence (COPR) পাওয়ার পরে আপনি কানাডায় যাওয়ার প্রসেস টি সম্পূর্ণ করতে পারবেন। এর পরে, আপনি অফিসিয়ালি কানাডার একজন permanent resident হবেন।

No Comments
Post a comment