fbpx

Blog

EXPRESS ENTRY DRAW 80 | 2,750 ITAs ISSUED

FREE ASSESSMENT FOR CANADA IMMIGRATION

 

2,750 Express Entry candidates will receive invitations to apply for Canadian permanent residence in the 80th Express Entry draw on December 20, 2017. The minimum CRS cut-off score for this draw is 446.

  • Draw Number: 80
  • Draw Date: December 20, 2017
  • Number of Invitations Issued: 2,750
  • Minimum CRS: 446
  • Program Specified: None
  • Tie-breaking rule: October 2, 2017

 

এবারের Cut-off score গতবারের তুলনায় ৬ কম ছিল। গত Draw টি ৬ ডিসেম্বর হয়েছিল যেখানে Cut-off score ছিল ৪৫২।

আগের Draw তে Immigration, Refugees and Citizenship Canada (IRCC) tie-break rule নিযুক্ত করে। যদিও কিছু কিছু প্রার্থী ৪৪৬ Score নিয়ে Invitations To Apply (ITAs) গ্রহণ করেছে, কিন্তু Tie-break মানে হলো শুধুমাত্র সেসব প্রার্থী ITA পাবে যারা IRCC দ্বারা নির্ধারিত তারিখ এবং সময়ের মধ্যে Express Entry pool এ তাদের Profile জমা দেয়। এই ক্ষেত্রে সেই সময়টি ছিল ২ অক্টোবর,২০১৭ এ ১৪:৫৬:৫৩ ইউটিসি।

এটি ২০১৭ সালের ৩০তম Draw ছিল এবং এই বছর এই পর্যন্ত মোট ৮৬,০২৩ টি ITA issue হয়েছে। এই সংখ্যাটি কানাডার Express Entry system কার্যকর হওয়ার পর ২০১৫ সালের জানুয়ারী মাসের পর থেকে Issue হওয়া ১৫০,৮৬৮ ITA এর ৮৭% Represent করে।

 

 

 

Apply for Express Entry to get Permanent Residency for Canada

 

বুধবারের Draw টি নভেম্বরকে অনুসরণ করে যেখানে প্রথম ৩ সপ্তাহেই ৪টি Draw হয়েছে। সেই Draw গুলো ১ নভেম্বর প্রকাশিত কানাডার সরকারের নতুন Multi-year immigration plan কে অনুসরণ করে যা ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে Express Entry system এর মাধ্যমে কানাডায় স্থায়ী বসবাসের প্রার্থীদের সংখ্যা প্রায় ২০% এর মতো বৃদ্ধি করতে পারে।

ঘোষণার পর থেকে ৬টি Draw হয়েছে যেখানে প্রায় ১১,০৪৫ টি ITA Issue করা হয়েছে।

২০১৮ সালের Express Entry system এর ৩টি Economic categories এর প্রকাশিত Higher ITA target গুলোর সাথে সাথে এটি ধারণা করা হচ্ছে যে Express Entry pool থেকে IRCC আরো বড় অথবা বেশি বেশি Draw সঞ্চালন করতে হবে বা দুটোই হবে। এদের মধ্যে যেকোনো একটি Scenario তে Cut-off CRS score কম হতে পারে।

 

 

Express Entry প্রোগ্রামের মাধ্যমে আপনিও পারেন Permanent Residency নিয়ে কানাডায় Migrate করতে। কানাডায় স্থায়ীভাবে বসবাস করার জন্য আপনি Eligible কিনা তা জানতে আজই আমাদের Online Assessment এর জন্য রেজিস্ট্রেশন করুন।
No Comments
Post a comment