EXPRESS ENTRY DRAW 85 | 3,000 ITAS ISSUED

FREE ASSESSMENT FOR CANADA IMMIGRATION
১৪ মার্চ, ২০১৮ এর ৮৫তম Express Entry draw তে ৩০০০ Express Entry প্রার্থী কানাডায় স্থায়ী বসবাসের জন্য invitations to apply গ্রহণ করবে। এই ড্র এর জন্য সর্বনিম্ন CRS cut-off score ৪৫৬।
- Draw Number: 85
- Draw Date: March 14th, 2018
- Number of Invitations Issued: 3,000
- Minimum CRS: 456
- Program Specified: None
- Tie-breaking rule: March 3rd, 2018
3 WEEKS BETWEEN DRAWS CAUSES A CRS SCORE INCREASE
২০১৮ সালের নিয়মিত ধারা ভঙ্গ করে IRCC পূর্বের ড্র এবং ১৪ মার্চ এ হওয়া ৮৫ তম ড্র এর মধ্যে ৩ সপ্তাহ অপেক্ষা করেছে। এ কারণে হয়তো CRS score cut-off ৪৪২ থেকে বৃদ্ধি পেয়ে ৪৫৬ পয়েন্ট হয়েছে।
IRCC তাদের প্রতি রাউন্ডে ৩০০০ ITA issue করার ধারা অব্যাহত রেখেছে। প্রতি ড্র তে এরকম সংখ্যক ITA issue করা হলে যদি ড্র গুলো প্রতিনিয়ত হয় তাহলে CRS score এর কমে যাওয়ার সম্ভাবনা খুব বেশি হবে।
যত দ্রুত আপনি আপনার প্রোফাইল Express Entry pool এ জমা দিবেন,আপনার ITA পাওয়ার সুযোগ আরো বৃদ্ধি পাবে।
EXPRESS ENTRY DRAWS: Q1 – 2018
EXPRESS ENTRY DRAWS: Q4 – 2017
আপনি যদি এখনো Express Entry pool এ প্রবেশ না করে থাকেন তবে আপনি আপনার কানাডিয়ান immigration এর স্বপ্ন পূরণের সুযোগ হারিয়ে ফেলতে পারেন। কানাডা immigration এর জন্য আপনার eligibility জানতে আজই রেজিস্ট্রেশন করুন।