fbpx

Blog

Express Entry: New PNP draw invites 266 candidates

Express Entry New PNP draw invites 266 candidates

কানাডায় ১৪ এপ্রিল, ২০২১ এ আরেকটি Express Entry ড্র অনুষ্ঠিত হয়। Express Entry এর এই ড্রতে ২৬৬ জন আবেদনকারীকে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করতে আমন্ত্রণ জানানো হয়। যেসব আবেদনকারীর Comprehensive Ranking System (CRS) স্কোর ৭৫৩ বা তার বেশি ছিল তারা এই ড্রতে আমন্ত্রণ পেয়েছেন।

Express Entry এর আগের ড্রয়ের সর্বনিম্ন স্কোরগুলোর সাথে তুলনা করলে ৭৫৩ স্কোর অনেক বেশি মনে হলেও ব্যাপারটা এরকম কিছু না। সাধারণত PNP এর আবেদনকারীরা provincial nomination পেয়ে গেলে অতিরিক্ত ৬০০ পয়েন্ট পেয়ে যায়। তার মানে PNP এর স্কোর ছাড়া ১৫৩ স্কোর পাওয়া আবেদনকারীও এই ড্রয়ে আমন্ত্রণ পেয়েছে। এই ড্রতে তারাই আমন্ত্রণ পেয়েছেন যারা ২০২১ এর মার্চের ১ তারিখের আগে তাদের প্রোফাইল Express Entry তে জমা দিয়েছেন। Immigration, Refugees and Citizenship Canada (IRCC) প্রকৃত টাই ছিল কিনা তা বিবেচনা না করে প্রশাসনিক প্রয়োজনীয়তা হিসাবে টাই-ব্রেকের নিয়মের কাট-অফ সময় প্রকাশ করে।

Express Entry draws in 2021

২০২০ সালের শুরুর তিনমাসে মাত্র ২২,৬০০ জন প্রার্থীকে permanent residence এর জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু ২০২১ এর প্রথম কোয়ার্টারে ৪৯,৩৯০ প্রার্থীকে permanent residence এর জন্য আমন্ত্রণ জানানো হয় যা গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ। IRCC ১৩ ই ফেব্রুয়ারিতে যে ড্র করেছে, সেখানে মোট ২৭,৩৩২ জন ইমিগ্রেশন প্রার্থীকে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে আমন্ত্রণ জাননো হয়। বলা হচ্ছে এটি কানাডার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম Express Entry ড্র। এই রেকর্ড-ব্রেকিং ড্রয়ে কেবলমাত্র ৭৫ CRS স্কোর নিয়ে Canadian Experience Class প্রার্থীরা আমন্ত্রিত হয়েছে।

Canada Immigration Targets & ITAS in 2021

বর্তমান পরিস্থিতির কারণে পুরো কানাডা জুড়ে এখন travel restrictions থাকায় কিছুটা শিথীল থাকলেও এখন আস্তে আস্তে দক্ষ মানুষদের আমন্ত্রণ জানানো শুরু করেছে। ২০২০ সালে ৪ লাখ ১ হাজার ইমিগ্র্যান্ট নেওয়ার পরিকল্পনা ব্যক্ত করেন কানাডার ফেডারেল সরকার। আর এই লক্ষ্য পূরণের জন্য travel restrictions এর মধ্যেও কানাডা সরকার Canadian Experience Class (CEC) এবং Provincial Nominee Program (PNP) এর প্রার্থীদের Express Entry ড্রয়ের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছে। ২০২১ সালে এই পর্যন্ত মোট ১২ টি ড্র অনুষ্ঠিত হয়েছে আর প্রত্যেকটিতে CEC এবং PNP প্রার্থীদের টার্গেট করা হয়েছে। PNP specific ড্র গুলোতে cut off স্কোর বেশি থাকে কারণ provincial nomination পেয়ে গেলে অতিরিক্ত ৬০০ পয়েন্ট যোগ হয় আবেদনকারীদের প্রোফাইলে। অন্যদিকে CEC specific ড্র গুলোতে cut off স্কোর কম থাকে কারণ CEC তে আবেদনকারীদের অন্য কোন প্রার্থীদের সাথে প্রতিযোগিতা করতে হয় না। তাই CEC তে আবেদনকারীরা যাদের বেশি স্কোর রয়েছে তারা সহজেই permanent residence এর জন্য আমন্ত্রণ পেয়ে থাকে।

Canadian Experience Class (CEC)- এই স্ট্রিমে যারা কানাডায় পড়াশোনা করেছেন বা কাজ করেছেন তাদের জন্য জনপ্রিয় immigration pathway. CEC এর প্রায় ৯৫% প্রার্থী এখন কানাডায় অবস্থান করছে। এর অন্যতম কারণ হল Canadian Experience Class এ apply করার জন্য প্রার্থীদের কমপক্ষে এক বছরের কানাডিয়ান কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর Immigration, Refugees and Citizenship Canada (IRCC) এখন এই আবেদনকারীদের বেশি প্রাধান্য দিচ্ছে। ১৪ এপ্রিলের ড্রতে ২১ হাজারেরও বেশি CEC-eligible প্রার্থী পুলে ছিল।

Express Entry এর প্রার্থীরা একের অধিক Federal High Skilled program এর জন্য eligible এছাড়াও সব Provincial Nominee Program (PNP) এর প্রার্থীরা অন্য Express Entry-managed program এর জন্য যোগ্য। এই প্রার্থীদের যাদের Province এ কাজের অভিজ্ঞতা রয়েছে অথবা provincial labour market এ চাহিদা রয়েছে তাদেরকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। ১৪ তারিখের এই পুলে PNP এর প্রার্থী সংখ্যা ছিল ১০৪ জনের মত যাদের ৬৯% বর্তমানে কানাডায় অবস্থান করছে। ১ লাখ ৪১ হাজারের বেশি Federal Skilled Worker এই পুলে ছিল যাদের ৯৫% এ এখন কানাডার বাইরে অবস্থান করছেন। ৬৬৯ জন Federal Skilled Trades প্রার্থীদের মধ্যে ৫৫% এখন কানাডাতে আছেন বলে জানা যায়। প্যান্ডেমিকের আগে Express Entry এর সব প্রার্থীকে বিবেচনা করা হত আর কানাডায় সবচেয়ে বেশি ইমিগ্র্যান্ট আসে Express Entry এর মাধ্যমে আর তাদের মধ্যে প্রায় অর্ধেকের বেশি আসত Federal Skilled Worker Program (FSWP) এর অধীনে। কিন্তু এবার যারা এই মুহূর্তে কানাডায় বসবাস করছেন অথবা provincial labour market এ যেসব পেশার মানুষের চাহিদা বেশি তাদেরকে priority দেয়া হচ্ছে।

What is Express Entry?

Express Entry মূলত কানাডার ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম যার অধীনে ৩ টি ফেডারেল ইমিগ্রেশন প্রোগ্রাম আছেঃ Federal Skilled Worker Program, Federal Skilled Trades Program এবং Canadian Experience Class- আবেদনকারীদের এই ৩ টি প্রোগ্রাম (এবং কিছু PNP প্রোগ্রামে) CRS স্কোর দেওয়া হয়। এই স্কোর নির্ধারণ করা হয় ওই আবেদনকারীর বিভিন্ন ধরনের তথ্য ও যোগ্যতার উপর; যেমন বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ভাষার দক্ষতা (ইংরেজি ও ফ্রেঞ্চ)। সাধারণত IRCC প্রতি দুই সপ্তাহ পরে ড্রয়ের আয়োজন করে আর এই ড্রয়ে CRS স্কোরের ভিত্তিতে প্রার্থীদের আমন্ত্রণ করা হয় permanent residence এর জন্য apply করার জন্য।

Nunavut and Quebec province বাদে প্রায় সব প্রদেশে PNP আছে। কানাডার এই প্রদেশগুলি তাঁদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মীদের আমন্ত্রণ জানায়। প্রার্থীদের প্রোফাইল আর স্কোরের উপর ভিত্তি করে মূলত বিভিন্ন province এ আমন্ত্রিত হয়। অনেক সময় আবেদনকারীদের কোন specific province এ যাওয়ার জন্য Expression of Interest এর ফাইল ওপেন করতে হয়।

খুব অল্প সময়ের মধ্যেই কানাডা তাদের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে টিকা দেওয়ার লক্ষ্য পূরণ করবে বলে আশা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে, Immigration, Refugees and Citizenship Canada (IRCC) অতি দ্রুত জনবল বাড়িয়ে, ডিজিটালাইজড মডার্ন সিস্টেম আপডেট করে তাদের ইমিগ্রেশন টার্গেট অর্জন করবে।

2 Comments
  • Sohan Khan
    April 24, 2021

    I want to work in Canada

    Reply
  • Sohan Khan
    April 24, 2021

    i want to go in Canada i was a stuck in politics here is very problem

    Reply
Post a comment