EXPRESS ENTRY: WHAT ARE MY CHANCES?

FREE ASSESSMENT FOR EXPRESS ENTRY
কানাডার Express Entry immigration system একটু confusing হতে পারে। Express Entry একটি complicated points-based ranking system ব্যবহার করে সবচেয়ে competitive প্রার্থী select করে কানাডায় স্থায়ীভাবে বসবাস করার জন্য। Express Entry তে আগ্রহী অনেকেই জিজ্ঞাসা করে যে তাদের সুযোগ কতটুকু রয়েছে। নিম্নে Express Entry সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো :
WHAT IS EXPRESS ENTRY?
Express Entry হলো কানাডার economic immigration application পরিচালনার জন্য federal system. Express Entry এর ৩টি প্রধান প্রোগ্রাম রয়েছে : Federal Skilled Worker (FSW), Canadian Experience Class (CEC) এবং Federal Skilled Trades (FST).
৩টি প্রোগ্রামের সবগুলোতেই আগ্রহী প্রার্থীদের একটি Express Entry profile তৈরী করতে হবে যেখানে তারা immigration এর জন্য তাদের ব্যক্তিগত সকল তথ্য এবং সকল qualification সম্পর্কে জানাবে। এই প্রোফাইলটিকে Expression of Interest (EOI) হিসেবে consider করা হয় কিন্তু এটি immigration এর জন্য কোনো official application নয়। তাদের প্রোফাইলের ভিত্তিতে, প্রতি প্রার্থীকে ১২০০ পয়েন্টের মধ্যে স্কোর প্রদান করা হয়, যা Comprehensive Ranking System Score অথবা CRS Score নামে পরিচিত। প্রায় প্রতি দুই সপ্তাহে একবার কানাডার সরকার Express Entry draw পরিচালনা করে যেখানে তারা সর্বোচ্চ স্কোরের প্রোফাইলগুলো select করে এবং কানাডায় স্থায়ীভাবে বসবাস করার জন্য তারা প্রার্থীদের জন্য official Invitations to Apply (ITAs) issue করে।
WHAT ARE MY CHANCES OF SUCCESS WITH EXPRESS ENTRY?
যখন কেউ জিজ্ঞাসা করে যে Express Entry তে তাদের সুযোগ কতটুকু রয়েছে তার মানে এই যে তাদের CRS score করো বেশি হবে এবং আবেদন করার আমন্ত্রণ পাওয়ার জন্য এটি যথেষ্ট কিনা।
ITA গ্রহণ করার জন্য কত CRS score এর প্রয়োজন হবে তা সঠিকভাবে বলা যায় না। গত বছর ITA পাওয়ার জন্য প্রয়োজনীয় minimum CRS score কমে ৪১৩ পয়েন্ট হয়েছে, তাই নতুন প্রোফাইলগুলোর জন্য এটি একটু ভালো target.
CRS scoreটি complex হয়। স্কোর হিসাব করার জন্য বিভিন্ন factor রয়েছে যেমন age, level of education, English and French language proficiency, work experience এবং connections to Canada (education, work experience, siblings, ইত্যাদি).
পাশাপাশি, কিছু প্রদেশ বা অঞ্চল তাদের প্রদেশে অভিবাসনের জন্য এক্সপ্রেস selected এন্ট্রি প্রার্থীদের মনোনীত করতে পারে। এটিকে Provincial Nominee Program (PNP) বলা হয় এবং Express Entry এর প্রার্থীদের তাদের প্রোফাইলের জন্য অতিরিক্ত ৬০০ পয়েন্ট স্কোর করে।
Express entry pool এ প্রবেশ করার জন্য আপনি eligible কিনা তা জানার জন্য আজই রেজিস্ট্রেশন করুন।