fbpx

Blog

Increased Family Class Immigration Targets | Canada Immigration

FREE ASSESSMENT FOR CANADA IMMIGRATION

 

কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন টরন্টোতে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সরকারের নতুন multi-year immigration plan এর প্রকাশ এবং ব্যাখ্যা করার চেষ্টা করেন। তিনি উল্লেখ করেন যে প্রায় এক মিলিয়নেরও বেশি স্থায়ী অধিবাসীদের কানাডায় Admit করা হবে যারা পরবর্তী তিন বছরের মধ্যে অর্থনৈতিক অভিবাসী হবে। পরবর্তী Largest broad category হলো Family Class programs যার মাধ্যমে নতুন অভিবাসীরা আসবে।

Ottawa তে Conservatives থেকে Governing Liberal Party office win করেছে প্রায় ২ বছর হয়ে গেছে এবং হুসেন তার Predecessor John McCallum এর থেকে Immigration, Refugees and Citizenship (IRCC) এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রায় ১ বছর হয়ে গেছে। কানাডায় উন্নয়নের সাফল্যের ধারাবাহিকতায় সর্বশেষ প্রদর্শন হিসেবে Family Class immigrants grow করার Strategy টি Intake হয়েছে যা Sponsor এর প্রক্রিয়াটি আরো সহজ করে তুলে।

Family Class applicants এখন খুব ইতিবাচক মনে হচ্ছে। এই বৃহৎ Canadian immigration category এর অধীনে কানাডার নাগরিক এবং কানাডার স্থায়ী বাসিন্দারা তাদের বিদেশী স্বামী/স্ত্রী , সাধারণ-আইনি অংশীদার, নির্ভরশীল সন্তান , পিতা -মাতা এবং দাদা-দাদী কে Sponsor করতে পারেন।আগামী তিন বছরের মধ্যে কানাডা আরো ২,৬৫,৫০০ জন এরকম অভিবাসীদের আমন্ত্রণ জানাবে যাতে তারা তাদের প্রিয়জনদের সাথে থাকতে পারেন

 

Processing times down

একটি সংবাদ প্রকাশের সময়, IRCC জানায় যে এই বৃদ্ধি লক্ষ্যমাত্রা Backlogs কমাতে এবং স্বামী-স্ত্রী, বাচ্চা, বাবা-মা, এবং দাদা-দাদীদের sponsor করার জন্য প্রক্রিয়াকরণের সময় কমিয়ে আনতে প্রয়োজনীয় স্থান তৈরি করবে। প্রক্রিয়াকরণের সময় কমানোর যে লক্ষ্য সরকারের ছিল তা এই Projection এর সাথে মিলিত হয়েছে যেখানে স্বামী/স্ত্রী ,সাধারণ-আইন অংশীদার Sponsor এর জন্য একটি বিশেষ প্রচেষ্টা চালানো হয়। ২০১৬ সালে ডিসেম্বর মাসে মিডিয়ার সামনে তখনকার অভিবাসন মন্ত্রী McCallum বলেন যে Inland sponsorship প্রক্রিয়ার সময় ২৪ মাস থেকে কমিয়ে ১২ মাস পর্যন্ত করা হবে। বর্তমানে এই লক্ষ্য অধিকাংশ ক্ষেত্রে পূরণ করা হচ্ছে।

 

Extension of work permit pilot program

Sponsor হওয়া সঙ্গী শুধু দ্রুত প্রক্রিয়া উপভোগ করবে না। এর সাথে সাথে সরকার তাদের কে আবেদনের প্রক্রিয়ার সিদ্ধান্ত হওয়ার সময়টা তে চাকরি করার ও সুযোগ দিচ্ছে। ২০১৪ সালে Conservative government দ্বারা প্রথম Open work permit pilot program introduce করা হয় এবং পরবর্তীতে ২০১৫ ও ২০১৬ সালে Liberals কর্তৃক Subsequently extended হয়।

এই জনপ্রিয় প্রোগ্রামের সম্প্রসারণের অর্থ হচ্ছে কানাডায় বসবাসরত অনেক Sponsor ব্যক্তিরা নিজেদের এবং তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারবেন যখন স্থায়ী বসবাসের জন্য তাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হতে থাকে। Long term career prospects এ benefits এর জন্য অপেক্ষা না করে Work permit holders কানাডার শ্রমবাজারে যুক্ত থাকতে পারে।

 

Know your chances to get PR for Canada

 

Conditional PR provision removed

আরেকটি পদক্ষেপ যা Sponsor newcomer দের কানাডায় Settle হওয়া সহজ করে দেয় তা হলো সরকার যখন গত এপ্রিল মাসে Conditional permanent residence সরিয়ে ফেলে।

২০১২ সালে Conservatives দের দ্বারা আগত সরকারের এই নীতিমালা অনুসারে Sponsored spouses এবং Common-law partners দের কানাডায় তাদের Sponsor এর সাথে অন্তত দুই বছর থাকতে হবে যখন তারা আবেদন করবে তখন যদি তাদের সম্পর্কের বয়স দুই বছরের কম হয় এবং তাদের যদি কোনো সন্তান না থাকে। অভিবাসনের জন্য কেউ যেন মিথ্যা সম্পর্ক না দেখায় তাই এই নিয়ম করা হয়েছিল।

তবে ২০১৭ সালে Liberals resolve করেছিল যে অভিবাসনের জন্য অনেক মিথ্যা সম্পর্ক বানানো হলেও বেশীরভাগ সম্পর্কই প্রকৃত এবং Sponsorship application গুলো সততার সাথে তৈরী করা হয়েছে। নিয়মটি সরিয়ে দেয়ার আরেকটি কারণ হলো দুর্বল সম্পর্কের মানুষগুলো শুধু মাত্র অভিবাসনের জন্য একটি Abusive relationships এর মধ্যে থাকতে পারে যদিও এই ধরণের অবস্থার জন্য অন্য রকম শর্ত বিদ্যমান।

 

Definition of dependent child changed

আগস্ট, ২০১৪ এবং অক্টোবর, ২০১৭ এর মধ্যে Canadian immigration purposes জন্য স্থায়ী বসবাসের আবেদনকারী একটি ব্যক্তি ১৯বছরের কম বয়সী নির্ভরশীল সন্তানের জন্য আবেদন করতে পারবে। ২০১৫ সালের ফেডারেল নির্বাচনে নেতৃত্বদানকারী Liberal manifesto বলেছে যে ২২ বছরের কম বয়সী সন্তানদের জন্য অভিবাসনের আবেদন করার সুযোগ দেয়া হবে। এই পরিবর্তন সবশেষ ২৪ অক্টবর থেকে কার্যকরী হয়।

শুধুমাত্র Family Class programs এর সাথে Strictly concern না হলেও এই গুরুত্বপূর্ণ পরিবর্তনটি Family Class সহ সকল কানাডীয় অভিবাসন শ্রেণিসমূহকে প্রভাবিত করে। কানাডিয়ান নাগরিক এবং যোগ্য নির্ভরশীল সদস্য সহ স্থায়ীভাবে বসবাসকারী যারা পরিবর্তনের পূর্ব পর্যন্ত যোগ্য নাও থাকতে পারে এখন তারা কানাডায় অভিবাসন করার জন্য সেই পরিবারের সদস্যকে Sponsor করতে সক্ষম হতে পারে।

 

Higher PGP intake, new process

Parent and Grandparent Program (PGP) Family Class category এর একটি অংশ। PGP এর মাধ্যমে কানাডিয়ান নাগরিক এবং স্থায়ী বসবাসকারীরা কানাডায় স্থায়ীভাবে থাকার অভিবাসন করার জন্য বিদেশী বাবা-মা এবং দাদা-দাদী কে Sponsor করতে পারে।

২০১৫ সালের প্রথম দিকে Conservatives এর অধীনে Final PGP application intake cycle ৫০০০ আবেদনপত্রকে প্রক্রিয়া করার জন্য গ্রহণ করা হয়। সেই সময় প্রোগ্রামটি first-come, first-served এর ভিত্তিতে Operate করা হতো। এই প্রক্রিয়াটি ২০১৬ সাল পর্যন্ত Liberals continue করেছে। নতুন সরকার আবেদনপত্র গ্রহণের সংখ্যা দ্বিগুন করে ১০,০০০ করেছে। তারপর ২০১৭ সালের জন্য নতুনভাবে আবেদন করার প্রক্রিয়া শুরু করা হয় যেখানে সম্ভাব্য Sponsor সরকারের কাছে তাদের আগ্রহের কথা প্রকাশ করে। এরপর Randomly choose করা হয় কারা কারা আবেদন Submit করতে পারবে। বছরের পরবর্তী সময়ে সরকার PGP এর জন্য আরো বেশী আবেদনকারীদের আমন্ত্রণ জানায়।

সরকারের নতুন Multi-year immigration plan এর অধীনে ২০২০ সালের মধ্যে PGP প্রোগ্রামে Admission এর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং প্রায় ২১,০০০ নতুন Permanent residents এই প্রোগ্রামের মাধ্যমে Admit হবে।

 

আপনি কি কানাডার Permanent Residency এর জন্য apply করেছেন? যদি না করে থাকেন তাহলে Canada Immigration এর জন্য apply করতে এখনই রেজিষ্ট্রেশন করুন

 

No Comments
Post a comment