Manitoba PNP invites 218 immigration candidates

Manitoba ২৮ জানুয়ারিতে ২১৮ জনসহ এই মাসে সর্বমোট ৪৯০ জন প্রার্থীকে Provincial Nomination ইস্যু করেছে ।
নতুন এই ড্র ছিলো Manitoba Provincial Nominee Program (MPNP) এর এই মাসের দ্বিতীয় ড্র; যেখানে Skilled Workers এবং International Graduates দের ৩টি ইমিগ্রেশন স্ট্রীমে আবেদনের আমন্ত্রণ জানানো হয় ।
- Skilled Workers in Manitoba;
- International Education Stream;
- Skilled Workers Overseas.
এই আমন্ত্রণ Letter of Advice to Apply (LAAs) নামেও পরিচিত যেখানে প্রার্থীদের Expression of Interest (EOI) স্কোরের উপর ভিত্তি করে নির্বাচিত করা হয়।
- Skilled Workers in Manitoba— 178 LAAs যাদের EOI স্কোর ছিলো কমপক্ষে ৫১৮;
- Skilled Workers Overseas— 17 LAAs যাদের EOI স্কোর ছিলো কমপক্ষে ৬৮১; এবং
- International Education Stream— 23 LAAs, যেখানে EOI স্কোরের কোন প্রয়োজন ছিলো না।
Free assessment for Canada Immigration
ইস্যু হওয়া মোট ২১৮ টি LLAs এর ভিতর ১৩ টি যাচ্ছে Express Entry প্রার্থীদের কাছে। MPNP ঘোষণা করেছে তারা সেসব প্রার্থীদের আবেদন বাতিল করবে যাদের নিম্নলিখিত ডকুমেন্টগুলো নেইঃ
- Valid Express Entry ID
- Job seeker validation code
- Manitoba In-demand Occupations তালিকা অনুযায়ী verifiable experience নেই
MPNP শুধু সেসব Skilled Worker Overseas প্রার্থীদের এই ড্রতে বিবেচনা করেছে যারা Strategic Recruitment Initiative এর অধীনে সরাসরি নির্বাচিত হয়েছে।
যদি কোন প্রার্থী ন্যুনতম স্কোরের চেয়ে বেশি থাকা সত্বেও LAA না পায় তার কারণ হতে পারেঃ
- তাদের third-party language test এর কোন বৈধ test number ছিলোনা
- তাদের language test এর মেয়াদ শেষ হয়ে গিয়েছে
- যেসব প্রার্থীরা strategic recruitment initiative এর অধীনে আমন্ত্রিত হয়েছিলেন, কিন্তু তারা কোন বৈধ Invitation number পাঠান নি
MPNP ঘোষণা করে যাদের ক্ষেত্রে এমন হয়েছে তারা যেনো সঠিক তথ্য দিয়ে EOI profile আপডেট করে রাখেন তাহলে পরবর্তী ড্রতে তাদের বিবেচনা করা হবে।
যেসব প্রার্থীরা Regulated Occupation এ কাজ করছেন তাদের এই ড্রতে আমন্ত্রণ করা হয়েছে। MPNP আরো ঘোষণা করেছে তারা ওইসব প্রার্থীদের আবেদন বাতিল করতে পারে যারা সত্যিকার অর্থে Regulated Occupation এ কাজ করছেন না, অথবা যারা Manitoba তে প্রয়োজনীয় সকল লাইসেন্স পাওয়ার ধাপ সম্পন্ন করেননি। যারা এমন অবস্থায় আছেন তাদের LAA বাতিল করার সুযোগ আছে।
Express Entry Manitoba
যারা Express Entry তে উপযুক্ত হবেন তাদের Comprehensive Ranking System (CRS) স্কোর অনুযায়ী ক্রমানুসারে নির্বাচন করা হবে। CRS স্কোর বেশ কিছু হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরের উপর নির্ভর করে যেমন বয়স, কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা ইত্যাদি।
Express Entry pool থেকে নিয়মিত ড্রয়ের মাধ্যমে সর্বোচ্চ স্কোরকারীদের কানাডার Permanent Residence (PR) আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়।
প্রভিন্সিয়াল নমিনেশন প্রাপ্ত প্রার্থীরা অতিরিক্ত ৬০০ CRS স্কোর পাবে যা তাদেরকে Immigration, Refugees and Citizenship Canada (IRCC) থেকে ITA (Invitation to Apply) পাওয়া নিশ্চিত করে।
যেসব Express Entry প্রার্থীরা Manitoba থেকে প্রভিন্সিয়াল নমিনেশন পান এবং যাদের সঠিক Express Entry ID আছে তাদের সবাইকে Job Seeker Validation Code প্রদান করা হবে।
Manitoba’s EOI system
যারা Manitoba Provincial Nominee Program (PNP) এর মাধ্যমে ইমিগ্রেশন করতে চান তাদের Skilled Worker in Manitoba এবং Skilled Workers Overseas স্ট্রীমে MPNP এর Expression of Interest এ রেজিস্ট্রেশন করতে হবে এবং MPNP থেকে LAA পেতে হবে।
এ পদ্ধতিতে প্রার্থীদের English ও French ভাষার দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, Manitoba প্রভিন্সের সাথে সম্পর্ক এবং অন্যান্য মানবসম্পদ সূচকের উপর ভিত্তি করে মোট ১০০০ পয়েন্টের মধ্যে ক্রমানুসারে প্রার্থীদের বাছাই করা হয়।
About Manitoba immigration streams
Skilled Workers Overseas এবং Skilled Workers in Manitoba এই দুইটি স্ট্রীমে Manitoba অভ্যন্তরীন শ্রমবাজারের প্রয়োজনে দক্ষ জনবল নমিনেশন দেয়।
যারা প্রভিন্সের বাইরে থেকে আবেদন করছেন তাদের Manitoba এর সাথে ভালো যোগাযোগ প্রমাণ করতে হবে। এটা হতে পারে তাদের এই প্রভিন্সে কোন নিকটাত্নীয় থাকেন, অথবা Manitoba তে পূর্বে থাকার অভিজ্ঞতা আছে, অথবা MPNP এর Strategic Recruitment Initiatives এর অধীনে তাদের আমন্ত্রণ আছে।
এ আবেদনে এলিজিবল হওয়ার জন্য প্রার্থীদের Manitoba প্রভিন্সে সরাসরি উপস্থিত থাকার প্রয়োজন হয়না।
Skilled Worker in Manitoba ক্যাটাগরিতে নির্বাচিত হতে কিছু নির্দিষ্ট বিষয় থাকতে হয়; যেমন Manitoba প্রভিন্সের কোন এমপ্লয়ার থেকে পাওয়া ফুল-টাইম জব অফার থাকতেই হবে।
International Education স্ট্রীম ক্যাটাগরিতে নির্বাচিত হতে Manitoba এর কোন শিক্ষা-প্রতিষ্ঠান থেকে LAA প্রাপ্ত হতে হবে।