Manitoba PNP invites Skilled Workers Overseas and Express Entry candidates

Manitoba Provincial Nominee Program (MPNP) এর আরেকটি ড্র অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল। এখন পর্যন্ত এ বছরে Manitoba ২২৬৯ জন প্রার্থীকে আমন্ত্রণ জানিয়েছে। আর ১৯ এপ্রিলের এই ড্রতে Skilled Workers Overseas স্ট্রিমে ৩৯৯ জন প্রার্থী আমন্ত্রিত হয়।
সাধারণত, Manitoba Provincial Nominee Program (MPNP) তে বিভিন্ন দেশের বিভিন্ন পেশার দক্ষ মানুষ এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের Skilled Worker in Manitoba, Skilled Worker in Overseas এবং International Educational Stream এই তিনটা স্ট্রিমের অধীনে Letters of Advice to Apply (LAAs) দেয়।
Free assessment for Canada Immigration
এছাড়াও Manitoba প্রদেশ strategic recruitment নাকি Express Entry প্রোফাইলের উপর ভিত্তি করে আমন্ত্রণ জানাবে তার উপর নির্ভর করে কত Expression of Interest (EOI) profile এর স্কোর হলে একজন প্রার্থী আমন্ত্রণ পাবে। এইবারের ড্রতে strategic recruitment এ ৭০৮ এবং তার ঊর্ধ্বে স্কোরের ৩৬৯ জনকে আমন্ত্রণ জানানো হয় এবং বাকি ৩০ জনের EOI profile এর স্কোর ছিল minimum ৭০৩। Express Entry এর প্রার্থীরা MPNP এর দ্বারা ঠিকমত মুল্যায়িত হলে তাহলেই provincial nomination পাবে। আর এই আমন্ত্রিত প্রার্থীরা এখন Manitoba PNP এর মাধ্যমে provincial nomination পেয়ে গেলে তারা সহজেই কানাডায় permanent residence এর জন্য আবেদন করতে পারবে। সমস্ত আমন্ত্রিত প্রার্থীদের provincial nomination এ আবেদন করার জন্য এবং Letters of Advice to Apply (LAAs) পাওয়ার জন্য ৬০ দিন সময় থাকে।
Manitoba immigration programs
Manitoba তে কেউ যেতে চাইলে তাকে প্রথমে Manitoba Provincial Nominee Program (MPNP) এর রেজিস্ট্রেশন করতে হবে, এতে করে Skilled Worker এবং Skilled Worker in Overseas প্রোগ্রামের মাধ্যমে সহজে Letters of Advice to Apply (LAAs) পেতে পারে। এরপরে আবেদনকারি প্রার্থীদের human capital factors এর উপর ভিত্তি করে ১০০০ স্কোরের মধ্যে কত স্কোর পেলে আবেদনকারীকে ডাকা হবে তা নির্ধারণ করা হয়। Skilled Worker in Manitoba এবং Skilled Worker in Overseas ক্যাটাগরিতে Manitoba তে labour market এর চাহিদা অনুযায়ী প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়। কানাডার বাইরে থেকে যারা Manitoba Provincial Nominee Program (MPNP) এ যারা আবেদন করেন তাদের পরিবারের কোন সদস্য, Manitoba Province এ পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা অথবা Manitoba’s Strategic Recruitment এর invitation আছে কি না তা আবেদনের সময় দেখাতে হবে। MPNP তে nominated হওয়ার জন্য আবেদনের সময় প্রার্থীকে Manitoba তে থাকতে হবে না।
Skilled Worker in Manitoba স্ট্রিমে আবেদনের জন্য প্রার্থীকে ঐ প্রভিন্সের নিয়োগকর্তার থেকে ফুলটাইম চাকরীর অফার থাকতে হবে।
International Educational Stream এর মাধ্যমে যেসব International graduates যারা Manitoba থেকে পড়াশোনা শেষ করেছে তারা in-demand skills দেখিয়ে সহজেই Letters of Advice to Apply (LAAs) পেতে পারে।
Manitoba invites Express Entry candidates
কানাডা দক্ষ মানুষ নেয়ার অন্যতম প্রধান উপায় হল Express Entry. Provincial Nominee Program তে আবেদন না করে সরাসরি Express Entry এর মাধ্যমেও permanent residence এর আমন্ত্রণ পাওয়া সম্ভব। কিন্তু Provincial Nominee Program এ successful nomination থাকলে Immigration, Refugees and Citizenship Canada থেকে Permanent Residence এর জন্য যে আমন্ত্রণ পাবেন তা মোটামুটি নিশ্চিত।
Express Entry এর মূলত কানাডার ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে Federal Skilled Worker Program, Federal Skilled Trades Program এবং Canadian Experience Class এই ৩ টি ফেডারেল ইমিগ্রেশন প্রোগ্রাম আছে। আবেদনকারীদের এই ৩ টি প্রোগ্রাম CRS স্কোর দেওয়া হয়। এই স্কোর নির্ধারণ করা হয় ওই আবেদনকারীর বিভিন্ন ধরনের তথ্য ও যোগ্যতার উপর; যেমন বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ভাষার দক্ষতা (ইংরেজি ও ফ্রেঞ্চ)।
সর্বোচ্চ স্কোর প্রাপ্ত প্রার্থীরা নিয়মিত যে Express Entry ড্র হয় তার মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করার জন্য আমন্ত্রণ পেয়ে থাকেন।
যাদের Provincial Nominee Program (PNP) থেকে নমিনেশন থাকে তাদের মোট স্কোরের সাথে বাড়তি ৬০০ পয়েন্ট যোগ হয়। যারা সর্বোচ্চ স্কোর পান তাদেরকে Invitation to Apply (ITA) দেওয়া হয়। ITA পেয়ে যারা আবেদন করেন, IRCC তাদের আবেদনের উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং তাদেরকে Permanent Residence এর কনফার্মেশন করে।