MARCH IS CANADA’S 15TH ANNUAL FRAUD PREVENTION MONTH

FREE ASSESSMENT FOR CANADA IMMIGRATION
সারা বিশ্ব জুড়ে অনেকের কাছেই একটি বাস্তবতা হল immigration fraud যদিও আমরা আশা করি যেন এটাই case না হয়। ভাল সংবাদ হল যে immigration fraud সম্পর্কে আপনি যতই শিখবেন, যেমন-কিভাবে অভিবাসনের red-flag চিনতে পারবেন, আপনি ততই সুরক্ষিত থাকবেন। এই মার্চ মাসটি হল কানাডায় অভিবাসন জালিয়াতি প্রতিরোধের মাস, কিভাবে তাদেরকে চিনতে পারবেন, এড়িয়ে চলতে পারবেন এবং অভিবাসন scam দেখামাত্র এ সম্পর্কে রিপোর্ট করবেন তা সম্পর্কে সচেতনতা বাড়াতে মাসটি উৎসর্গ করা হয়েছে।
স্থায়ী এবং অস্থায়ী উভয় ভাবে হাজার হাজার স্বতন্ত্র ব্যক্তি প্রতি বছর কানাডায় বাস করার সিদ্ধান্ত নেয়। অভিবাসন প্রক্রিয়াটি একটু ভীতিকর হতে পারে, তবে আপনার ও আপনার পরিবারের জন্য একটি smooth ও সফল প্রক্রিয়া নিশ্চিত করায় একজন expert এই পার্থক্য গড়ে দিতে পারে। দুর্ভাগ্যবশত, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া ব্যক্তিদের থেকে সুবিধা নেবার জন্য অনেকেই আছে, যা আপনার সময়, অর্থ এবং সম্পদকে ঝুঁকির মধ্যে ফেলবে।
সম্ভাব্য নতুন আগন্তুকদের immigration fraud সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং কিভাবে এটি spot করতে হবে তা সম্পর্কে তথ্য distribute এ লক্ষ্য রাখবে কানাডার ১৫তম Annual Fraud Prevention month টি। আসন্ন মাসের প্রতি সপ্তাহে Immigration, Refugees, and Citizenship Canada (IRCC) এর নির্দিষ্ট রকমের জালিয়াতির উপর social media channel গুলোতে লক্ষ্য রাখবে যা একজন নতুন অভিবাসী বা কানাডার নাগরিক সম্মুখীন করতে পারেঃ
Week one: Disappearing Act বিশ্বাস করবেন না-কিভাবে “ghost” consultant চিহ্নিত করতে হয়।
Week two: জালিয়াতি প্রতিরোধ-কিভাবে সেটা খুঁজতে হয় এবং এর ফলাফল কি হতে পারে তা জানুন।
Week three: Scam নির্ণয় করুণ- social media বা Web scam কেমন হয় আপনি জানেন তা নিশ্চিত করুন।
Week four: আপনার অধিকারগুলো জানুন- private refugee sponsorship stream জালিয়াতি নির্ধারণ এবং প্রতারণা।
একজন paid representative আপনাকে কানাডার অভিবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে অমূল্য নির্দেশনা দিতে পারে, শুধুমাত্র যদি তারা license ধারী, কানাডায় অবস্থিত ও নিবন্ধিত হয়। কানাডায় অনুমোদিত paid অভিবাসন প্রতিনিধিদের জন্য ২টি option আছে; immigration lawyer এবং consultant. এই দুটির যে কোন ভূমিকাতে কেউ যদি recognized বলে দাবি করে তাকে অবশ্যই Canadian Bar association বা Immigration Consultants of Canada Regulatory Council (ICCRC) এর সাথে নিবন্ধনের প্রমাণ দিতে হবে। এই নিশ্চয়তার ব্যতীত দাবি আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না যে তিনি বৈধ immigration representative.
আপনি যদি immigration fraud নিয়ে concern হয়ে থাকেন তাহলে আপনার একটি authorized representative এর সাথে consult করা উচিত। Global Immigration Consultants Ltd (GIC) কানাডার সরকার অনুমোদিত ICCRC registered Lawyer এর সাথে কাজ করে। ক্লায়েন্টদেরকে সুবিধা প্রদানের জন্য আমাদের কানাডিয়ান ইমিগ্রেশন Solicitor হচ্ছে Ms. Elisabeth Isakov (ICCRC No – R512148)। আপনি আমাদের ICCRC registration check করতে ক্লিক করুন।
আপনি যদি একজন ICCRC registered Lawyer এর মাধ্যমে কানাডা ইমিগ্রেশনের জন্য আবেদন করতে চান তাহলে আপনার free assessment এর জন্য এখনই রেজিস্ট্রেশন করুন।