fbpx

Blog

North Bay unveils RNIP immigration stream

North Bay unveils RNIP immigration stream

২১ অক্টোবর আরো একটি Rural and Northern Immigration Pilot (RNIP) স্ট্রিম চালু হয়েছে।

North Bay, Ontario ১১তম কানাডিয়ান কমিউনিটি যা এই RNIP প্রোগ্রামটি চালু করছে। North Bay হল Toronto থেকে ৩ ঘণ্টার দূরত্বে ৫০০০০ এর ও অধিক জনবসতির একটি শহর, যেখানে স্বাস্থ্য, খনন এবং পর্যটন খাতের একটি বৈচিত্রময় অর্থনীতি রয়েছে।

এখন পর্যন্ত ১২টি কমিউনিটি এই পাইলট প্রোগ্রামে অংশ গ্রহণ করছে। কেবল মাত্র Moose Jaw, Saskatchewan এই প্রোগ্রামটি চালু করেনি।

RNIP হল Immigration, Refugees and Citizenship Canada (IRCC) এর একটি নতুন উদ্যোগ যার মূল লক্ষ্য হলো প্রধান জনসংখ্যা কেন্দ্রিক কমিউনিটির বাহিরের গুলোর সাথে এক হয়ে যে সকল প্রার্থীরা কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে তাদের ইমিগ্রেশন এর জন্য আকৃষ্ট করা।

 

 

তবে এ ক্ষেত্রে এমন কিছু প্রয়োজনীয়তা রয়েছে যা সমস্ত কমিউনিটির এবং সেখানকার ইমিগ্রেন্টদের জন্য প্রযোজ্য।

প্রার্থীদের যোগ্যতা যাচাই করতে নিম্নলিখিত বিষয় গুলো উপস্থিত থাকা প্রয়োজন –

  • কিছু আন্তর্জাতিক শিক্ষার্থী এবং স্নাতক ব্যতীত, গত তিন বছরে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা;
  • ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষায় সর্বনিম্ন পারদর্শিতা;
  • কমপক্ষে একটি হাই স্কুল ডিপ্লোমা;
  • অংশগ্রহণকারী কমিউনিটিতে একটি ফুল-টাইম স্থায়ী জব অফার।

 

Northern Ontario কমিউনিটি ১১তম কানাডিয়ান মিউনিসিপালটি যারা RNIP চালু করছে।

 

চাকরির অফারটি অবশ্যই National Occupational Classification (NOC) স্কিল লেভেলের এক স্তর নিচে, সমান বা এক স্তর উপরে হতে হবে যা প্রার্থীদের কাজের অভিজ্ঞতার সাথে মিলে।

তাহলে একজন কীভাবে North Bay থেকে কোনো কমিউনিটির প্রস্তাব পাবেন, যা তাদের কানাডার স্থায়ী বসবাসের আবেদনের অধিকারী করবে?

সেক্ষেত্রে কানাডার কোনো অফিসিয়াল ভাষার জ্ঞান যত বেশি তত ভাল।

একই সাথে rural বা northern কমিউনিটি গুলিতে বসবাসের অভিজ্ঞতাও সহায়তা করে।

এছাড়া, North Bay তে বসবাস করছে এমন পরিবার বা বন্ধুর যোগাযোগও উপকারী।

আবার, যে ব্যক্তি ইতিমধ্যে North Bay তে বসবাস করেছেন বা বর্তমানে অবস্থানরত আছেন তিনি অতিরিক্ত পয়েন্ট পাবেন।

এছাড়া, কেউ যদি North Bay তে একটি পোস্ট-সেকেন্ডারি প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন, তবে এই অভিজ্ঞতা তাদের পক্ষে কাজ করবে।

সেই সাথে North Bay তে ইন ডিমান্ড হিসাবে বিবেচিত একটি জব থাকলে তা এপ্লিকেশনের মান বৃদ্ধি করে।

 

No Comments
Post a comment