Ontario announces additional nominations for 2017

FREE ASSESSMENT FOR CANADA IMMIGRATION
কানাডার Provincial Nominee Program গুলোর মধ্যে Ontario Immigrant Nominee Program একটি যা ২০১৭ সালের জন্য একটি অতিরিক্ত মনোনয়ন বরাদ্দ পেয়েছে।
এ খবরটি ১৮ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে।
Ontario এর Citizenship এবং Immigration Ministry থেকে বলা হয় যে অতিরিক্ত মনোনয়নপত্রের সঠিক সংখ্যা পরবর্তীতে জানানো হবে।
এই খবরটি ২২ নভেম্বর আপডেট করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে ২০১৭ সালের জন্য কানাডার Provincial Nominee Program এর অধীনে ৬০০০ মনোনয়নপত্র Allocate করা হয়েছে।
এই বৃদ্ধির ফলে OINP বলেছে যে Additional allocation না হওয়া পর্যন্ত আবেদনপত্রের প্রক্রিয়াগুলো এবং মনোনয়নগুলো Issue করা হবে।
এছাড়া যেসব আবেদনপত্রগুলো OINP এর Nomination allocation এর পর জমা হবে তারও প্রক্রিয়া হবে এবং যেগুলো সফল হবে তা পরবর্তীতে ২০১৮ সালের জন্য মনোনয়ন পাবে।
OINP ১০ টি ভিন্ন Immigration stream এর অধীনে আবেদনপত্র গ্রহণ করে।
২০১৮ সালের ফেডারেল সরকারের Multi-year immigration plan যা নভেম্বর মাসে প্রকাশিত হয়েছিল তার অধীনে Ontario এই বড় Allotment থেকে উপকৃত হবে। ২০১৭ সালে কানাডার একটি Provincial Nominee Program ছিল যার Target ছিল ৫১,০০০ যা ২০১৮ সালে বৃদ্ধি পেয়ে হবে ৫৫,০০০।
২০১৭ -২০২০ সালের মধ্যে ৩২% PNP Target বৃদ্ধি করবে বলে Federal plan জানিয়েছে।