Ontario invites Express Entry candidates in new PNP draw

Ontario ২৮৩ জন Express Entry প্রার্থীকে হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটি স্ট্রীম থেকে আমন্ত্রণ করেছে ।
২ ফেব্রুয়ারী ২০২১ এ Ontario Express Entry pool থেকে প্রার্থীদের প্রভিন্সিয়াল নমিনেশনের জন্য আবেদন করতে আমন্ত্রণ জানায়।
সর্বমোট ২৮৩ জন প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছিলো, যাদের CRS (Comprehensive Ranking System) স্কোর ছিলো ৪৬৬ এবং ৪৬৭ এর মধ্যে।
Free assessment for Canada Immigration
যেসব প্রার্থীরা OINP (Ontario Immigrant Nominee Program) থেকে আমন্ত্রণ পেয়েছেন তারা Express Entry Human Capital Priorities Stream (HCP) এর জন্য উপযুক্ত হবেন।
Provincial Nominee Program (PNP) এর মাধ্যমে কাজের অভিজ্ঞতাসহ দক্ষ বিদেশীরা Ontario তে স্থায়ীভাবে সেটেল হতে পারেন। এর ফলে Ontario প্রভিন্সের স্থানীয় শ্রম বাজারে যেসব পেশা ও দক্ষতার চাহিদা আছে তা পূরণ হয়।
এই ড্রতে OINP নিচের ১০ টি পেশায় দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের প্রভিন্সিয়াল নমিনেশনে আবেদন করার জন্য আমন্ত্রণ করে।
- Banking, credit and other investment managers (NOC 0122);
- Advertising, marketing and public relations managers (NOC 0124);
- Other business services managers (NOC 0125);
- Corporate sales managers (NOC 0601);
- Financial auditors and accountants (NOC 1111);
- Financial and investment analysts (NOC 1112);
- Human resources professionals (NOC 1121);
- Professional occupations in business management consulting (NOC 1122);
- Registered nurses and registered psychiatric nurses (NOC 3012); and
- Business development officers and marketing researchers and consultants (NOC 4163).
আমন্ত্রণ পাওয়া Express Entry প্রার্থীদের দেখাতে হবে যে তাদের এই পেশাগুলোর একটিতে অন্তত এক বছরের জব করার অভিজ্ঞতা আছে। আমন্ত্রণ পাওয়া প্রার্থীরা এখনি পার্মানেন্ট রেসিডেন্স এর জন্য আবেদন করছে না। তারা আবেদন করছে প্রভিন্সিয়াল নমিনেশনের জন্য, যা তাদেরকে Express Entry ড্রতে কানাডায় ইমিগ্রেশন পাওয়া নিশ্চিত করবে।
Express Entry একটি এপ্লিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম যা তিনটি ফেডারেল ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে কাজ করে।
- Federal Skilled Workers Program (FSWP),
- Federal Skilled Trades Program (FSTP), এবং
- Canadian Experience Class (CEC).
Express Entry তে আবেদন করার জন্য প্রার্থীদের উপরের যেকোন একটি প্রোগ্রামের জন্য উপযুক্ত হতে হয়।
প্রার্থীরা Express Entry pool এ প্রোফাইল সাবমিট করার পর প্রার্থীদের বয়স, কাজের অভিজ্ঞতা, শিক্ষা, ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষা দক্ষতা, এবং অন্যান্য কিছু মানবসম্পদ ফ্যাক্টরের উপর ভিত্তি করে স্কোর প্রদান করে কানাডার ফেডারেল ইমিগ্রেশন ডিপার্টমেন্ট IRCC।
PNP থেকে নমিনেশন পেলে প্রার্থীদের Express Entry প্রোফাইলে অতিরিক্ত ৬০০ পয়েন্ট যোগ হয়। বেশিরভাগ Express Entry ড্রতে প্রার্থীদের স্কোর ৪০০ এর বেশি হলে তারা ITA পান। তাই PNP প্রাপ্ত প্রার্থীরা সাধারণত নিশ্চিতভাবেই পার্মানেন্ট রেসিডেন্সের জন্য ITA পেয়ে থাকেন।
গত বছর Ontario ৬,৭১৬ Express Entry প্রার্থীকে Human Capital Priorities স্ট্রীমে প্রভিন্সিয়াল নমিনেশনের জন্য আবেদন করার আমন্ত্রন করে। ২০২০ এ Ontario তার ইতিহাসের সর্বোচ্চ Express-Entry linked PNP নমিনেশন ইস্যু করেছিলো।