Ontario invites managers, health care workers, and others in new PNP draw

Ontario Immigrant Nominee Program (OINP) এর মাধ্যমে কানাডা প্রায় ১৮ টি পেশার ১,০৩১ জন দক্ষ ওয়ার্কারদের provincial nomination এর জন্য আমন্ত্রণ জানিয়েছে। এই ১,০৩১ আবেদনকারীর সবারই Express Entry profile ছিল আর তাদের Comprehensive Ranking System (CRS) score ছিল ৪৫৮ থেকে ৪৬৭ এর মধ্যে।
Free assessment for Canada Immigrationজুলাই ২৭ এর ড্রয়ে OINP provincial nomination এর জন্য যে ১৮ টি পেশার দক্ষ ওয়ার্কারদের আমন্ত্রণ জানিয়েছে National Occupational Classification code সহ তার একটি লিস্টে নিচে দেয়া হলঃ
- NOC 0114 – Other administrative services managers
- NOC 0122 – Banking, credit and other investment managers
- NOC 0124 – Advertising, marketing and public relations managers
- NOC 0125 – Other business services managers
- NOC 0211 – Engineering managers
- NOC 0311 – Managers in health care
- NOC 0601 – Corporate sales managers
- NOC 0631 – Restaurant and food service managers
- NOC 0711 – Construction managers
- NOC 0731 – Managers in transportation
- NOC 0911 – Manufacturing managers
- NOC 1121 – Human resources professionals
- NOC 1122 – Professional occupations in business management consulting
- NOC 2161 – Mathematicians, statisticians and actuaries
- NOC 3012 – Registered nurses and registered psychiatric nurses
- NOC 3211 – Medical laboratory technologists
- NOC 3231 – Opticians
- NOC 3233 – Licensed practical nurses
এইবারের এই বিশেষ ড্রয়ে উপড়ে উল্লেখিত occupation গুলাতে যাদের ১ বছর বা তার বেশি অভিজ্ঞতা আছে তাদেরকে প্রাধান্য দেয়া হয়েছে। যেসব Express Entry বা Express Entry এর program-specific স্ট্রিমের আবেদনকারী এই criteria এর মধ্যে পরেছে তাদের সহজেই permanent residence এর জন্য একটি Invitation to Apply (ITA) পাওয়ার সম্ভবনা অনেক বেশি।
Canada’s Express Entry system
কানাডায় দক্ষ ইমিগ্র্যান্ট নেয়ার অন্যতম প্রধান উপায় হল Express Entry- এই Express Entry থেকে Express Entry sub-category তে আবেদনকারীকে আমন্ত্রণ জানানো হয়ে থাকে। Express Entry তে Federal Skilled Worker Program, Federal Skilled Trades Program এবং Canadian Experience Class এই ৩ টি economic-class immigration প্রোগ্রামের মাধ্যমে আবেদনকারীদের permanent residency এর জন্য আমন্ত্রণ জানায়। Express Entry এর যেকোন আবেদনকারী একের অধিক প্রোগ্রামের জন্য এলিজিবল হতে পারে। Express Entry এর পুলে একবার লিস্টেড হয়ে গেলে human capital factors যেমন বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ভাষার দক্ষতা এইসবের উপর ভিত্তি করে IRCC CRS স্কোর দিয়ে থাকে। IRCC কিছুদিন পর পরই ড্র পরিচালনা করে এবং প্রত্যেক ড্রতে সর্বোচ্চ CRS স্কোর প্রাপ্ত আবেদনকারীদের Invitations to Apply (ITA) দেয়া হয়। যাদের বিভিন্ন province এর provincial nomination থাকে তাদের মোট Comprehensive Ranking System স্কোরের সাথে বাড়তি ৬০০ পয়েন্ট যোগ হয় আর সেইজন্য যেসব Express Entry এর আবেদনকারী আগে থেকে provincial nomination পেয়ে যায় তাদের জন্য পরবর্তীতে Invitations to Apply (ITA) পাওয়ার সম্ভবনা অনেক বেশি থাকে।
Immigration, Refugees and Citizenship Canada (IRCC) এই প্যান্ডেমিকের মধ্যে PNP-specific ড্রতে গুরুত্ব বেশি দিচ্ছে কারণ এই প্রোগ্রামের আবেদনকারীদের আমন্ত্রণ পাওয়ার জন্য শুধুমাত্র provincial nomination এর প্রয়োজন। আর সর্বশেষ ড্র অনুষ্ঠিত হয়েছিল গত সপ্তাহে।
Free assessment for Canada Immigration