Quebec invited 169 skilled worker candidates in latest Arrima draw

FREE ASSESSMENT FOR QUEBEC PROGRAM
সম্প্রতি অনুষ্ঠিত ড্রতে কিউবেক প্রদেশটি Quebec Skilled Worker Program এর অধীনে বাছাইয়ের মাধ্যমে ১৬৯ জন ইমিগ্রেশন প্রার্থীকে invitation to apply ইস্যু করেছে।
সেপ্টেম্বরের ২৫ তারিখের ড্রয়ের বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
Quebec এর ইমিগ্রেশন মন্ত্রণালয় বলছে Quebec Skilled Worker Program (QSWP) এর অধীনে ১৬,০০০ এর মত আমন্ত্রিত প্রার্থীরা এই রাউন্ডে আমন্ত্রিত হয়েছিল। প্রোগ্রামের জন্য ঐ প্রার্থীদের আসল আবেদন ২০১৯ সালের জুনের ১৬ তারিখে কিউবেকের ইমিগ্রেশন আইনের সংশোধনে বাতিল ঘোষণা করা হয়েছিল।
অধিকন্তু, Quebec Skilled Worker Program এ প্রথমবারের মত আবেদন করার সময়ে কার্যকর থাকা cap থেকে ঐ প্রার্থীদেরকে অব্যাহতি দেয়া হয়েছে অথবা ঐ সময়ে তারা কিউবেকে পড়াশোনা বা কাজের জন্য কিউবেকে বসবাস করছিল।
সেপ্টেম্বরের ২৫ তারিখে আমন্ত্রিত প্রার্থীদের সবারই কিউবেকের Arrima নামের online registration portal এ Expression of Interest প্রোফাইল ছিল।
জুলাই মাসের ৪ তারিখ পর্যন্ত কিউবেক প্রদেশটি Arrima প্রোফাইল থাকা ১,৫৯৫ জন QSWP প্রার্থীকে আমন্ত্রণ জানিয়েছে।
Quebec has now invited 1,595 QSWP candidates with an Arrima profile since July
What is Arrima?
Paper-based আবেদন প্রক্রিয়া first-come/first-served থেকে Expression of Interest (EOI) ব্যবস্থায় স্থানান্তরিত হবার পরে QSWP প্রোগ্রামের জন্য প্রার্থীদেরকে ব্যবস্থাপনা করতে ২০১৬ সালে Arrima প্রণীত হয়েছিল।
কিউবেকের EOI ব্যবস্থাটি Quebec Selection Certificate বা CSQ এর জন্য প্রার্থীদের আবেদন ব্যবস্থাপনা করে, এটি QSWP এর মাধ্যমে প্রদেশটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য প্রয়োজন।
Arrima তে প্রোফাইল তৈরি করার মাধ্যমে প্রার্থীরা তাদের আগ্রহ প্রকাশ করে। এরপরে সেগুলো প্রার্থীদের pool এ জমা দেয়া হয় এবং বিভিন্ন criteria বা স্কোরের ভিত্তিতে র্যাংকিং করা হয়।
প্রার্থীর স্কোর বা প্রদেশটির বাইরের অঞ্চলে শ্রম বাজার চাহিদার মত উপাদানের ভিত্তিতে Quebec এর ইমিগ্রেশন মন্ত্রণালয় CSQ এর জন্য invitation to apply ইস্যু করে।
CSQ পাওয়া প্রার্থীরা কানাডার federal immigration ministry এর কাছে ঐ দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারে। এই মন্ত্রণালয়টি স্বাস্থ্য ও অপরাধের গ্রহণযোগ্যতা verify করে থাকে।
nem659336krya
March 6, 2021mps659336rtjuny 2592tXk 92ds LlI0WXa