fbpx

Blog

Saskatchewan holds another major draw for Express Entry and Occupation In-Demand candidates

FREE ASSESSMENT FOR CANADA IMMIGRATION

অক্টোবরের ২৪ তারিখে Express Entry ও Occupation In-Demand সাব-ক্যাটাগরির ইমিগ্রেশন প্রার্থীদের জন্য Saskatchewan প্রদেশ আবারো বড় ধরণের selection round এর আয়োজন করেছে। এই ড্র গুলোতে কানাডায় স্থায়ীভাবে বসবাসে প্রাদেশিক মনোণয়নের জন্য ৯২২টি invitation to apply ইস্যু করা হয়েছে।

জনপ্রিয় Saskatchewan Immigrant Nominee Program (SINP) এর সাব-ক্যাটাগরি গুলোর জন্য high-invitation selection round এর এটি ছিল সম্প্রতি অনুষ্ঠিত হওয়া রাউন্ড। ঐ সাব-ক্যাটাগরি গুলোতে যোগ্য হতে Saskatchewan এ চাকরির প্রস্তাব বা কানাডায় কাজের অভিজ্ঞতার প্রয়োজন হয় না।

SINP এর Express Entry সাব-ক্যাটাগরিটি ফেডারেল Express Entry ব্যবস্থার সাথে সংযুক্ত। এটি কানাডার ৩টি Federal High Skilled immigration category তে প্রার্থীদের pool ব্যবস্থাপনা করে, এগুলো হল-

  • Federal Skilled Worker Class
  • Federal Skilled Trades Class
  • Canadian Experience Class

Occupation In-Demand সাব-ক্যাটাগরিটি Express Entry প্রোফাইল না থাকা ইমিগ্রেশন প্রার্থীদের কাছে উন্মুক্ত।

 

SINP has issued nearly 4,000 invitations to apply for a permanent residence nomination since September 25

 

9 draws since September 25 and nearly 4,000 invitations

সেপ্টেম্বরের ২৫ তারিখ থেকে এ পর্যন্ত SINP এর মাধ্যমে Express Entry সাব-ক্যাটাগরিতে ৫টি এবং Occupation In-Demand সাব-ক্যাটাগরিতে ৪টি selection round এর আয়োজন করা হয়েছে। এই ৯টি invitation round এর মাধ্যমে উভয় সাব-ক্যাটাগরির প্রার্থীদের কাছে প্রাদেশিক মনোনয়নের জন্য মোট ৩,৮৪৬ টি invitation to apply ইস্যু করা হয়েছে।

 

 

ঐ ২ সাব-ক্যাটাগরির অধীনে উপযুক্ত পেশাগুলোর বিবেচনায় SINP এর নেয়া নতুন পদ্ধতি গ্রহনের পরে এই ড্রগুলোর আয়োজন করা হয়েছে। অন্যান্য criteria এর মধ্যে ২টি ক্যাটাগরিতেই প্রার্থীদের field of study এর সাথে সম্পর্কিত এবং Saskatchewan এর in-demand তালিকাতে বিবেচিত কোন পেশাতে কাজের কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হয়।

নতুন পদ্ধতিতে দেখা গেছে যে SINP একটি Excluded Occupations List প্রণয়ন করেছে যেখানে উপযুক্ত পেশার সংখ্যা ১৯ থেকে নাটকীয়ভাবে বেড়ে ২০০ এর বেশিতে পৌঁছেছে।

তখন থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত ৫টি ড্রতে বিভিন্ন পেশাতে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদেরকে আমন্ত্রণ ইস্যু করা হয়েছে এবং অক্টোবরের ২৪ তারিখের ড্রতে সবচেয়ে বেশি অর্থাৎ, ১৩০ ধরণের profession ছিল।

সাম্প্রতিক ড্রয়ে managerial, professional এবং technical/skilled trades profession গুলো অন্তর্ভুক্ত ছিল।

 

Expression of Interest

২টি ক্যাটাগরির যে কোনটির মাধ্যমে Saskatchewan থেকে প্রাদেশিক মনোনয়নের জন্য বিবেচিত হতে হলে প্রার্থীদেরকে অবশ্যই Saskatchewan এ একটি Expression of Interest বা EOI নিবন্ধন করতে হবে।

উভয় সাব-ক্যাটাগরিতে যোগ্য প্রার্থীদেরকে SINP এর International Skilled Worker ক্যাটাগরির Point Assessment Grid এর অধীনে ১০০ এর মধ্যে একটি স্কোর প্রদান করা হয় যেখানে তাদের বয়স, শিক্ষা, কাজের অভিজ্ঞতা, English বা French ভাষায় দক্ষতা এবং Saskatchewan প্রদেশে যোগাযোগ আছে কিনা এমন বিভিন্ন উপাদান বিবেচনা করা হয়।

সর্বোচ্চ স্কোরের প্রার্থীদেরকে SINP পরিচালিত নিয়মিত ড্রয়ের মাধ্যমে invitation to apply ইস্যু করা হয়।

অক্টোবরের ২৪ তারিখে আমন্ত্রিত Express Entry এবং Occupation In-Demand প্রার্থীদের সর্বনিম্ন স্কোর ছিল ৬৯।

যেসব Express Entry প্রার্থী আবেদন করে এবং Saskatchewan থেকে প্রাদেশিক মনোনয়ন পায়, তাদের Comprehensive Ranking System (CRS) স্কোরে অতিরিক্ত ৬০০ পয়েন্ট যোগ হয় এবং কানাডায় স্থায়ীভাবে বসবাসে invitation to apply পেতে কার্যকরীভাবে নিশ্চয়তা দেয়া হয়।

 

আপনার কানাডায় ইমিগ্রেশনের সুযোগগুলো জানার জন্য আজই রেজিস্ট্রেশন করুন
No Comments
Post a comment