fbpx

Blog

Saskatchewan PNP draw invites 280 candidates

Saskatchewan PNP draw invites 280 candidates

জুলাই মাসের ২১ তারিখে Saskatchewan Immigrant Nominee Program (SINP) ড্র অনুষ্ঠিত হয় আর এই ড্রতে মোট ২৮০ জন আবেদনকারীকে আমন্ত্রণ জানানো হয় permanent residency এর জন্য।

এই ড্রয়ে Saskatchewan এ International Skilled Worker ক্যাটাগরি এর অধীনের আবেদনকারীর সংখ্যাই বেশি ছিল। মোট ২৮০ জনের মধ্যে ৮৪ জনকে SINP এর Express Entry সাব-ক্যাটাগরি এবং বাকি ১৯৬ জনকে Occupations In-Demand সাব-ক্যাটাগরিতে আমন্ত্রণ জানানো হয়।

Expression of Interest (EOI) এর স্কোর যাদের ৭৭ কিংবা তার বেশি ছিল ২১ জুলাইয়ের ড্রয়ে সেইসব আবেদনকারীকে আমন্ত্রণ জানানো হয়। এছাড়াও Saskatchewan Immigrant Nominee Program এ আবেদনের জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা Educational Credential Assessments (ECA) এর মাধ্যমে যাচাই করতে হয়। কানাডা সরকারের ওয়েবপেজে ৬৩ টি in-demand পেশার একটি লিস্ট দেয়া আছে আর এর মধ্যে থেকে কাজের অভিজ্ঞতা থাকলে সেসব প্রার্থী সহজেই SINP তে অ্যাপ্লাই করতে পারে।

About the Occupations In-Demand subcategory

ইমিগ্রেশন প্রার্থীদের যাদের ফেডারেল Express Entry প্রোফাইল নেই তাদের জন্য Occupations In-Demand সাব-ক্যাটাগরি কাজ করে। এই ক্যাটাগরিটি Saskatchewan এ যাদের এখনও কোনও জব অফার নেই সেইসব অভিজ্ঞ কর্মীদের জন্য। কানাডায় ইমিগ্রেশনের জন্য আবেদন করতে হলে SINP এর অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে একটা EOI প্রোফাইল খুলতে হয়। Saskatchewan এর জন্য Expression of Interest (EOI) স্কোর নির্ধারণ করা হয় ওই আবেদনকারীর বিভিন্ন ধরনের তথ্য ও যোগ্যতার উপর; যেমন বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ভাষার দক্ষতা। সাধারণত আবেদনকারীদের SINP এর International Skilled Worker Points Assessment Grid এর উপর ভিত্তি করে ১০০ স্কোরের মধ্যে কত স্কোর পেলে আবেদনকারীকে ডাকা হবে তা নির্ধারণ করা হয়।

About the Express Entry sub-category

কানাডায় দক্ষ মানুষ নেয়ার অন্যতম প্রধান উপায় হল Express Entry- এই Express Entry থেকে Express Entry sub-category তে আবেদনকারীকে আমন্ত্রণ জানানো হয়ে থাকে। Express Entry তে Federal Skilled Worker Program, Federal Skilled Trades Program এবং Canadian Experience Class এই ৩ টি economic-class immigration প্রোগ্রামের মাধ্যমে আবেদনকারীদের permanent residency এর জন্য আমন্ত্রণ জানায়। কানাডায় ইমিগ্রেশনের জন্য আবেদন করতে হলে যাদের Express Entry প্রোফাইল আছে তাদেরকেও SINP এর অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে একটা EOI প্রোফাইল খুলতে হয়। যাদের Saskatchewan এর provincial nomination থাকে তাদের মোট Comprehensive Ranking System (CRS) স্কোরের সাথে বাড়তি ৬০০ পয়েন্ট যোগ হয় আর সেইজন্য যেসব Express Entry এর আবেদনকারী আগে থেকে provincial nomination পেয়ে যায় তাদের জন্য পরবর্তীতে কানাডিয়ান permanent residency পাওয়ার সম্ভবনা নিশ্চিত হয়ে যায়।

No Comments
Post a comment