Saskatchewan PNP invites 299 Express Entry candidates

২৫ ফেবরুয়ারী Saskatchewan নতুন ড্র আয়োজন করে, যেখানে Provincial Nomination প্রার্থীদের কানাডার স্থায়ী নিবাসের জন্য ITA প্রদান করা হয়।
International Skilled Worker ক্যাটাগরির ২৯৯ জন প্রার্থীকে আমন্ত্রণ জানায় Saskatchewan Immigrant Nominee Program (SINP)। যেসব প্রার্থীরা SINP এর Express Entry সাবক্যাটাগরিতে উপযুক্ত ছিলেন তাদের এই ড্রতে আমন্ত্রণ করা হয়েছে।
Free assessment for Canada Immigration
আমন্ত্রণ পেতে প্রার্থীদের সর্বনিম্ন Expression of Interest (EOI) স্কোর ৭০ থাকার প্রয়োজন ছিলো । তাদের সরকারি ওয়েবসাইটে উল্লেখ করা ৭০ টি In-Demand পেশায় কাজের অভিজ্ঞতা ও প্রয়োজন ছিলো । এই ৭০ টি In-Demand পেশার কিছু উল্লেখযোগ্য পেশা ছিলো medical administrative assistants, retail and wholesale buyers, এবং geological engineers.
SINP সেসব পেশার প্রার্থীদেরই EOI সিস্টেমে নির্বাচিত করেছে যারা স্থানীয় লেবার মার্কেটে সফল হতে পারবে। প্রার্থীদেরকে তাদের কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, ভাষা পারদর্শীতা, বয়স, প্রভিন্সের সাথে যোগাযোগ দেখানোর মাধ্যমে Saskatchewan এ তারা যে পরবর্তী জীবন গঠনে অঙ্গীকারবদ্ধ তা দেখাতে হয়েছিলো।
Saskatchewan প্রার্থীদেরকে International Skilled Worker Points Assessment Grid অনুযায়ী ১০০ স্কোরের মধ্যে স্কোরিং করেছে। Saskatchewan এর মধ্যে সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত প্রার্থীদের Provincial Nomination আবেদন করার ITA ইস্যু করে।
যারা ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় পারদর্শী তাদের অতিরিক্ত EOI পয়েন্ট পাবার সুবিধার্থে নভেম্বর ২০২০ হতে Saskatchewan পয়েন্ট সিস্টেমে পরিবর্তন আনে।
Saskatchewan ২০২১ এ এখন পর্যন্ত ১,৭২৭ টি ITA ইস্যু করেছে ।
Express Entry sub-category
সর্বশেষ আমন্ত্রণ রাউন্ডে Saskatchewan সেসব প্রার্থীর আমন্ত্রণ ইস্যু করে, যাদের Federal Express Entry pool এ প্রোফাইল তৈরী করা ছিলো।
Federal Express Entry সিস্টেম কানাডার ৩ টি প্রধান ইকোনমিক-ক্লাসের জন্য ইমিগ্রেশন প্রোগ্রামের প্রার্থীদের pool নিয়ন্ত্রণ করে।
- Federal Skilled Worker Program,
- Federal Skilled Trades Program,
- Canadian Experience Class.
Express Entry pool এর যেসব প্রার্থীরা Saskatchewan এর EOI পূরণ করেছেন, এবং তারা SINP Points Assessment Grid ন্যুনতম ৭০ স্কোর করতে পেরেছেন তারাই সর্বশেষ এই ড্রতে আমন্ত্রণ পেয়েছেন। Express Entry প্রার্থী যারা Saskatchewan প্রভিন্সিয়াল নমিনেশনের জন্য আবেদন করেছেন এবং আমন্ত্রণ পেয়েছেন তাদের CRS স্কোরে ৬০০ পয়েন্ট যোগ হবে। Express Entry এর সাথে যারা কানাডার অন্য যেকোন প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম প্রাপ্ত হয়েছেন তাদের সবার জন্য একই নিয়ম।
Rafiq Chowdhury
April 9, 2021Hello hi How Are you sir may name, Rafiq chowdhury Faiz Ahmed i am work before United Arab Emirates Abu Dhabi more 25+years i have Espressos civil work please help me sir