fbpx

Blog

SkillSelect February 2019 Update

FREE ASSESSMENT FOR AUSTRALIA IMMIGRATION

২০১৯ ফেব্রুয়ারির বিস্তারিত তথ্য সহজলভ্য হবার সাথে SkillSelect এর জন্য মাসিক round data প্রকাশের গতি বাড়িয়েছে অভিবাসন। এতে আমন্ত্রণ ইস্যুতে একটি drop দেখা গেছে-জানুয়ারিতে ২৪৯০ থেকে এই রাউন্ডে ১৪৯০ তে কমে গেছে।
Point scores for non-pro rata occupations remain unchanged

Non-pro rata 189 এর জন্য পয়েন্ট স্কোর ৭০ এই স্থগিত রয়েছে।

এই রাউন্ডে কম সংখ্যক আমন্ত্রণের কারণে, অপেক্ষার সময় ৩ মাসে বৃদ্ধিসহ সবচেয়ে সাম্প্রতিক জমা দেয়া EOI গুলো ছিল নভেম্বর ২০১৮।

 

No change to 489 Family Sponsored visas

এই subclass এর জন্য আমন্ত্রণ প্রত্যেক মাসে ১০ এই রয়েছে এবং এখানে প্রয়োজনীয় পয়েন্ট স্কোর ৮০। অপেক্ষার সময় একটি EOI এর lodgement থেকে শুরু করে ৪ মাসের মধ্যেই থাকে।

 

Pro-rata occupations

Pro-rata পেশাসমূহ ঐ গুলোতে শ্রেনীবদ্ধ করা হয় যেখানে সহজলভ্য জায়গার তুলনায় জায়গার জন্য চাহিদা বেশি রয়েছে। এই পেশাগুলোর সাধারণত একটি পয়েন্ট স্কোর আছে যা non-pro rata পেশাগুলোর তুলনায় বেশি।

Pro-rata occupation এর জন্য ১১ ফেব্রুয়ারি ২০১৯ এ Invitation Round স্কোর হলঃ

 

যেমনটা উপরোক্ত টেবিল থেকে দেখা যাচ্ছে, Accountant দের জন্য সর্বনিম্ন পয়েন্ট স্কোর ৮৫ তে বৃদ্ধি পেয়েছে, Auditor দের ৮০ পয়েন্টেই স্থগিত আছে এবং অন্যান্য সব pro-rata পেশাগুলো একই সাথে ৭৫ এ উন্নীত হয়েছে। এর সম্ভাব্য কারণ হল কম সংখ্যক আমন্ত্রণ ইস্যু করা হয়েছে এই রাউন্ডে এবং এটা আবারো পরিবর্তিত হতে পারে যদি আসন্ন রাউন্ডে কোটা বাড়ানো হয়।

 

State Sponsorship Update

মার্চের ১১ তারিখে GSM MLTSSL ও STSOL এ পরিবর্তন অনুসরণ করে South Australia তাদের State Occupation List আপডেট করেছে।

 

Stuck in an English test rut?

Higher level of English এর জন্য অতিরিক্ত পয়েন্ট প্রদান করা হয় কিন্তু আমরা প্রায়ই দেখি আবেদনকারীরা একই English test বার বার চেষ্টা করার সাথে এই higher level গুলো পূরণ করতে প্রতিযোগিতা করে। যদি আপনি কোন একটি English পরীক্ষা বারবার দিয়েও একই pattern এ ধারাবাহিকভাবে আটকে যান, তাহলে ভাল পদক্ষেপ হতে পারে এর সহজলভ্য বিপরীত পথগুলোকেও চেষ্টা করে দেখা। যদিও IELTS হল সর্বজন পরিচিত সাধারণ পরীক্ষা, এর বিকল্প অনেক পরীক্ষা আছে, যেমন-PTE Academic test (প্রাতিষ্ঠানিক পর্যায়ে কিন্তু কম্পিউটার ভিত্তিক), TOEFL iBT, Cambridge English: Advanced (CAE) test, এবং নির্দিষ্ট কিছু পেশার জন্য Occupational English Test (OET). আবেদনকারীরা পরামর্শ দেয় যে কিছু testing format বা বিষয় বোঝার জন্য খুবই সহজ বা পরিস্থিতির সাথে অনেক বেশি প্রাসঙ্গিক, যা তাদেরকে আরো সহজতর এবং একটি ভাল কার্যকারিতার নিশ্চয়তা দেয়।

 

GIC can help

আপনি যদি অস্ট্রেলিয়া তে অভিবাসিত হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, GIC সেবার মধ্যে consultant এবং প্রক্রিয়াকরণ অন্তর্ভুক্ত যার মাধ্যমে আবেদনকারীরা তাদের অভিবাসন ও ভিসা সংক্রান্ত সুবিধা পাবে। আমরা আমাদের গ্রাহকদের অভিবাসন লক্ষ্য পূরণে সহায়তা করি। আরো বিস্তারিত জানতে আমাদের Counselor দের সাথে কথা বলুন।

 

আপনি অস্ট্রেলিয়ায় ইমিগ্রেশনের জন্য যোগ্য কিনা তা জানার জন্য আজই রেজিস্ট্রেশন করুন

No Comments
Post a comment