THINGS YOU SHOULD DO AND SHOULDN’T DO IN YOUR EXPRESS ENTRY PROFILE

FREE ASSESSMENT FOR EXPRESS ENTRY
Express Entry pool এ Profile জমা দেওয়াটা সহজ প্রক্রিয়া মনে হতে পারে কিন্তু এটি সঠিক ভাবে সময় নিয়ে করা অনেক গুরুত্বপূর্ণ। আপনার Comprehensive Ranking System (CRS) score আপনার প্রোফাইলে আপনি যে তথ্য প্রদান করেন তার উপর নির্ভর করে এবং আপনার Immigration application ভালো CRS score এর উপর নির্ভর করে।
আপনি পুলের মধ্যে চলে আসলে আপনার Express Entry score উন্নত করার উপায় আছে। খুব ভালো Express Entry profile করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আপনাকে সবসময় মনে রাখতে হবে।
DO: INCLUDE YOUR DEPENDENTS
আপনি আপনার Express Entry profile এ আপনার পরিবারের নির্ভরশীল সদস্যদের অন্তর্ভুক্ত করতে পারেন। Canadian immigration purposes এর জন্য আপনার পরিবারের নির্ভরশীল সদস্যদের মধ্যে রয়েছে –
- Spouse or common-law partner
- Dependent child
- Spouse or common-law partner’s dependent child
- A dependent child of a dependent child
নির্ভরশীল পরিবারের সদস্যরা আপনার সাথে যেতে পারে আবার নাও যেতে পারে। এটি নির্ভর করে তারা আপনার সাথে কানাডায় অভিবাসন করবে কি করবে না তার উপর। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনাকে আপনার প্রোফাইলে নির্ভরশীল সদস্যদের অন্তর্ভুক্ত করতে হবে তারা আপনার যাওয়ার সঙ্গী হোক বা না হোক।
আপনি যদি আপনার আবেদনে নির্ভরশীল সদস্যদের অন্তর্ভুক্ত না করেন তাহলে পরবর্তীতে আপনি তাদের sponsor করতে পারবেন না।
DO NOT: INCLUDE NON-DEPENDENT FAMILY MEMBERS
Canadian immigration purposes এর জন্য আপনি যাদের dependent হিসেবে আপনার Express Entry প্রোফাইলে অন্তর্ভুক্ত করতে পারবেন না তারা হলো –
- Parents
- Grandparents
- Brother or sister
- Uncle or Aunt
- Nephew or Niece
- Other relatives
Submit your profile for Express Entry program
DO: RETAKE THE IELTS
Canadian immigration এর জন্য ইংরেজিতে আপনার দক্ষতার মূল্যায়ন করার জন্য IELTS হচ্ছে অনুমোদিত Common English language proficiency test. এটি আপনার CRS score গণনা করার সময় অনেক বড় একটি Factor যা সহজেই আপনি উন্নতি করতে পারেন। জমা দেওয়ার জন্য আপনার Express Entry profile তৈরী করতে কিছু সময় লাগবে। আপনি যখন আপনার সকল Document আসার জন্য অপেক্ষায় থাকবেন এই সময়ের মধ্যে আপনি IELTS এর জন্য প্রস্তূতি গ্রহণ করতে পারেন।
IELTS এর জন্য online এ প্রচুর resource রয়েছে। আমরা আমাদের Express Entry clients দের এই ব্যাপারে যথাসাধ্য সাহায্য করে থাকি। আপনার জন্য যা ভালো হবে তা হলো IELTS Retake দেওয়া। যাইহোক, IELTS একটি পরীক্ষা আর যে কোনো পরীক্ষার জন্য সবচেয়ে ভালো অনুশীলন হলো বার বার লিখা।
Language test results ২ বছরের জন্য valid থাকে। তাই শুরুতেই আপনার পরীক্ষা নির্ধারণ করা এবং retake করা এমনকি ভালো ফলাফলের জন্য বার বার করা আপনার কানাডায় immigrate করার জন্য সাহায্য করতে পারে।
DO NOT: COMBINE TEST SCORES
IELTS এবং অন্য কোনো অনুমোদিত language test, ৪টি language abilities: reading, writing, listening, and speaking এর test করে। যখন আপনি আপনার Express Entry প্রোফাইলে ভাষা পরীক্ষার ফলাফল দিবেন , তখন চারটি ভাষা দক্ষতা স্কোর একক পরীক্ষা থেকে আসতে হবে। যেমন, আপনার প্রথম পরীক্ষার ফলাফল হতে পারে –
- Reading: 5.5
- Writing: 6.0
- Listening: 5.5
- Speaking: 6.5
এখানে আপনার সামগ্রিক ফলাফল হবে CLB 6.
এবং আপনার দ্বিতীয় পরীক্ষার ফলাফল হতে পারে –
- Reading: 6.0
- Writing: 6.0
- Listening: 6.0
- Speaking: 6.0
এখানে আপনার সামগ্রিক ফলাফল হবে CLB 7.
যদিও Technically আপনার প্রথম পরীক্ষায় Speaking ability এর ফলাফল ভালো ছিল কিন্তু আপনাকে একটি পরীক্ষার মধ্যে ৪টির ফলাফল প্রদান করতে হবে এবং আপনার দ্বিতীয় পরীক্ষার মোট ফলাফল বেশি ছিল তাই Express Entry profile এ দ্বিতীয় পরীক্ষার ফলাফল দিলে ভালো হবে।
DO: INCLUDE ALL WORK EXPERIENCE
Express Entry profile এর ক্ষেত্রে যত বেশী তথ্য দেওয়া যায় ততই ভালো। এই কাজটি প্রাসঙ্গিক নয় এমনটি ভেবে আপনার কর্ম ক্ষেত্রের কোনো তথ্য বাদ দিবেন না। আপনি যদি কোনো কাজের জন্য বিশেষ কোনো পয়েন্ট নাও পেয়ে থাকেন তারপরও আপনার প্রোফাইলে এটি অন্তর্ভুক্ত করা উচিত। আপনি unskilled work এর জন্য পয়েন্ট হারাবেন না এবং আপনি যে কাজটি কে মূল্যবান মনে না করছেন সেটা হয়তো আপনার প্রোফাইল এ পরোক্ষভাবে অবদান রাখতে পারে।
DO NOT: GUESS ANSWERS THAT YOU DON’T KNOW
প্রোফাইল জমা দেওয়ার সময় আপনাকে নিজের এবং আপনার পরিবারের সম্পর্কে অনেক তথ্য প্রদান করতে বলা হয়। প্রক্রিয়াটি পরবর্তী পর্যায়ে না যাওয়া পর্যন্ত আপনাকে সেই তথ্য back up করার জন্য প্রমাণ দিতে হবে না। কিন্তু আপনি আপনার প্রোফাইলে যেসব তথ্য দিয়েছেন তার প্রমান দিতে হবে। তাই আপনি যদি কোনো প্রশ্ন না বুঝেন অথবা যদি কোনো উত্তর নিশ্চিত না হোন তাহলে অনুমান না করা ভালো হবে। সঠিক উত্তরের জন্য প্রয়োজন হলে সময় নিন।
যদি আপনি নিজ সম্পর্কে ভুল কোনো তথ্য দিয়ে থাকেন তাহলে আপনার কানাডায় সফলভাবে immigration করতে অনেক বেশী ঝামেলা হতে পারে।
DO: READ INSTRUCTIONS CAREFULLY
Immigration, Refugees and Citizenship Canada (IRCC) আপনার Express Entry profile সম্পূর্ণ করার জন্য Resources এবং Instructions দিয়ে থাকে। অনেক বেশি এমনকি অত্যধিক হতে পারে।
আপনার প্রফাইলটি সম্পূর্ণ এবং সঠিক ভাবে হওয়ার জন্য সময় নিয়ে সাবধানতার সাথে নির্দেশনাবলীগুলো পড়ে নিন। প্রোফাইলে ভুল হলে তা আপনার Immigration file এ অনেক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।