fbpx

Blog

Top Six Reasons to Move to Dubai

UAE তে কেউ বসবাস শুরু করতে চাইলে বা ভাবলে Dubai হতে পারে একটা ভাল অপশন। ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়া কিংবা ব্যবসা শুরু করা ছাড়াও দুবাইতে রয়েছে অনেক সুবিধা যা আপনাকে দিবে জীবনযাপনের জন্য নিরাপদ পরিবেশ। Dubai তে settle হলে কেন জীবন অন্যরকম হবে তার ছয়টা কারন হল:

1. Strong Economy

মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক উদীয়মান দেশ হচ্ছে United Arab Emirates বা UAE. ইতোমধ্যে UAE সরকার Dubai কে বিজনেস ইকোনমিক জোন ঘোষণা করেছে। প্রতি বছরই UAE এর জিডিপি স্থিতিশীলভাবে ৫% করে বৃদ্ধি পাওয়ায় Dubai বিশ্বের অন্যতমআর্থিকভাবে সচ্ছল একটা স্থান। Dubai এর অর্থনীতির বড় একটা অংশ বিভিন্ন দেশ থেকে আসা দক্ষ ওয়ার্কারদের উপর নির্ভর করে। Dubai তাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাচ্ছে এবং বিনিয়োগকারীরা যাতে নিরাপদ পরিবেশে ব্যবসা করতে পারে তা নিশ্চিত করছে। যেকোনো বিদেশি নাগরিক সেখানে বিনিয়োগ করতে পারবেন সম্পূর্ণ নিজ মালিকানায় এমন চাকরিও করতে পারবে। বর্তমানে দেশটি ট্যুরিজম, মিডিয়া, আইটি, ডিজাইন, ম্যানুফ্যাকচারিং, এডুকেশন, সায়েন্স ও মেডিসিন ইত্যাদি সেক্টরকে অগ্রাধিকার দিচ্ছে। Dubai এর অর্থনৈতিক স্থিতিশীলতা সেখানে সেটল হওয়ার জন্য অন্যতম কারণ।

2. Lifestyle

Dubai অনেকের কাছেই স্বপ্নের একটি গন্তব্য। UAE এর অন্যতম শহর Dubai তে আপনি পাবেন comfortable আর নিরাপদ পরিবেশ। Dubai তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে আর বিভিন্ন জাতীয়তার মানুষ একসাথে বসবাস করে। মজার ব্যাপার হল Dubai এর প্রায় ৯০% মানুষই এইখানকার অধিবাসী না। তাই Dubai তে আপনি পাবেন বিভিন্ন দেশের মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশে জীবনযাপনের সুযোগ। অন্যদিকে, যারা শপিং বা কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য Dubai কে বলা হয়ে থাকে “Shopper’s Paradise”. অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড – Gucci, Nike, Ralph Lauren থেকে শুরু করে Apple সবধরনের জিনিস অনেক সুলভ মূল্যে পাবেন এইখানে। Dubai তে ইসলামী ঐতিহ্য আর ওয়েস্টার্ন লাইফ- এই দুই লাইফস্টাইলের ব্যাল্যান্স জিবনযাপন করতে পারবেন সহজেই।

3. Tax Free Living

Dubai তে অনেক মানুষ আসতে চান ভালমানের জীবনযাপন আর সাথে ভাল আয়ের জন্য। Dubai তে সেটল হলে আপনাকে আপনার আয়ের জন্য কোনধরণের ট্যাক্স দিতে হবে না। আপনি ব্যবসা করলে আপনার দিতে হবে না ইমপোর্ট ট্যাক্স – যা আপনাকে দিবে ভবিষ্যতে আপনার সঞ্চয় বাড়ানোর সাথে আপনার লাইফ সুন্দর করে উপভোগ করার সুবিধা। এছাড়াও এইখানে খাবার বা কোন প্রডাক্টের উপর ভ্যাট দিতে হয় না তাই আপনি এখানে কম খরচে একটা উন্নত জীবন যাপন করতে পারবেন।

4. Reliable Health care and Education system

Dubai এর রয়েছে অন্যতম আধুনিক এবং নির্ভরযোগ্য শিক্ষাব্যবস্থা আর স্বাস্থ্যসেবার অবকাঠামো। এখানে আছে আন্তর্জাতিক মানের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় যেগুলো ব্রিটিশ বা আমেরিকান শিক্ষাক্রম অনুসরণ করে। এছাড়াও Dubai তে রয়েছে top-notch স্বাস্থ্যসেবার ব্যবস্থা- সেখানে আপনি রেসিডেন্ট হিসাবে পাবেন আন্তর্জাতিক মানের সেবা- এখন অনেকেই Singapore, Thailand ছাড়াও Dubai তে যাচ্ছে সাশ্রয়ী এবং ভালমানের স্বাস্থ্যসেবা পেতে।

5. Affordable Luxury

Dubai এর রয়েছে হাই-এন্ড ডিজাইনারের দোকান, বিলাসবহুল রেস্তোরাঁ এবং সাত-তারকা হোটেল – আপনি যদি মনে করেন এইসব আপনার সাধ্যের বাইরে তাহলে আপনার ধারণা ভুল। Dubai এ অনেক কম খরচে আপনি পাবেন এইধরনের বিলাসবহুল পরিবেশে খাবার থেকে শুরু করে উন্নত জীবন উপভোগ করার সুযোগ। এইখানে আপনি সাশ্রয়ী মূল্যে পেতে পারবেন ভাল মানের বাসা সাথে Dubai এ গাড়ি কেনার দুর্দান্ত সুযোগ। আপনি খুব কম মূল্যে সেখানে Audi, BMW এর মত গাড়ি কিনতে পারবেন। এমনকি আপনি Dubai এ পাবেন- সমুদ্র সৈকত থেকে শুরু করে আইস স্কেটিং এর exciting সুযোগ।

6. Safety

বাকি ৫ টি কারণের সাথে আরও যে কারণে আপনি Dubai তে second home বানাতে পারেন তা হচ্ছে সেখানের নিরাপত্তা ব্যবস্থা। এখানে সবধরনের আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়। বিভিন্ন দেশের মানুষ একসাথে থাকলেও তারা সবাই একে অপরকে শ্রদ্ধা করে এবং বন্ধুত্বপূর্ণ, সহনশীল মনোভাব নিয়ে সবাই চলাফেরা করে থাকে। Dubai এ সব ধর্মের, জাতীয়তার মানুষ তাদের নিজেদের ঐতিহ্য স্বাধীনভাবে পালন করতে পারে।

যদি এই কারণ গুলো আপনাকে UAE তে settle হওয়ার জন্য উদ্বুদ্ধ করে তাহলে আপনিও UAE government অনুমোদিত UAE Residency Program এ এপলাই করে পেতে পারেন এইসব সুবিধা উপভোগের সুযোগ।

No Comments
Post a comment