WHAT CAN WE EXPECT? EXPRESS ENTRY FORECAST 2019

FREE ASSESSMENT FOR CANADA IMMIGRATION
২০১৮ তে কানাডার অভিবাসনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যা আসন্ন ২০১৯ কে আরেকটি গুরুত্বপূর্ণ বছর হবার ইঙ্গিত দিচ্ছে। যেখানে আমরা কানাডা অভিবাসনের আরেকটি আমেজপূর্ণ বছরের জন্য অপেক্ষা করছি, সেখানে অনেকেই প্রশ্ন করে, “আমরা কি আশা করতে পারি?” কানাডায় স্থায়ী বসবাসের জন্য Express Entry system সবচেয়ে জনপ্রিয় এবং দ্রুততম রুট হওয়ায় ২০১৯ তে Express Entry এর মাধ্যমে আমরা কি পেতে পারি চলুন দেখে নিই।
INVITATIONS TO APPLY SET TO INCREASE
২০১৮ তে আরেকটি multi-year immigration target plan দেখা গেছে। পরিকল্পনাটি নভেম্বরে পরিচালনা করা হয়েছিল এবং original version টি ২০২১ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং এতে দেশটিতে ১ মিলিয়নেরও বেশি নতুন অভিবাসী স্বাগত জানানোর প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এই পরিকল্পনাটির মাধ্যমে কানাডার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক অভিবাসনকে চিহ্নিত করা হয়েছে এবং দেশটিতে দক্ষ কর্মী আকৃষ্ট করার আশা করা হচ্ছে।
যেমনটা উল্লেখ করা হয়েছে, দক্ষ কর্মীদের জন্য স্থায়ী বসবাসে সবচেয়ে দ্রুততম এবং কার্যকরী পথটি হল Express Entry system এর অধীনে। আসন্ন বছরে দক্ষ কর্মীদের জন্য ক্রমবর্ধমান চাহিদার সাথে Express Entry এর অধীনে invitation to apply (ITA) এর সংখ্যা প্রায় বেড়েই চলছে। প্রতি কয়েক সপ্তাহ পরপর ইস্যুকৃত অধিক সংখ্যক ITA এর সাথে কানাডায় স্থায়ী বাসিন্দা হতে নির্বাচিত হবার সুযোগ বেড়েই যাচ্ছে।
QUOTAS GROW FOR PROVINCIAL NOMINEE PROGRAMS
কানাডার প্রদেশগুলো একাধিক সংখ্যক নির্দিষ্ট অভিবাসন প্রবাহের আয়োজন করে যার নাম Provincial Nominee Program বা PNP। সারা বছর জুড়ে PNP গুলো বিভিন্ন সময় উন্মুক্ত ও বন্ধ হয় এবং এদের রয়েছে বিভিন্ন রকমের intake quota এবং বাছাই পদ্ধতি। PNP গুলো ঐ প্রদেশের শ্রম চাহিদার সাথে মিল রেখে অভিবাসন pathway প্রদান করে এবং যেহেতু বেকারত্বের সংখ্যা রেকর্ড সংখ্যক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এবং চাকরির নিয়োগের সহজলভ্যতা দেশ জুড়েই বেড়েছে, প্রদেশগুলো শ্রমবাজারের ঘাটতি পূরণে আরো দক্ষ কর্মী ক্রমাগত খুঁজছে।
যেহেতু, Express Entry সময় সাশ্রয়ী এবং কার্যকরী পথ হিসেবে প্রমান দিয়ে যাচ্ছে, সেহেতু আবেদন প্রক্রিয়া যেন সহজ হয় তা নিশ্চিত করতে PNP গুলো একের পর এক Express Entry এর সাথে যুক্ত হচ্ছে। এই PNP গুলো তে যোগ্য হতে হলে আপনাকে নিশ্চিত করতে হবে যে কানাডার Express Entry pool এ আপনার একটি সক্রিয় প্রোফাইল আছে।
CRS EXPECTED TO DROP
Express Entry এর অধীনে অভিবাসনের জন্য আবেদন করা প্রার্থীদের র্যাংকিংয়ের জন্য Express Entry system এ ব্যবহৃত tool টি হল Comprehensive Ranking System (CRS). আবেদনকারীদের CRS স্কোরের competitiveness এর মাধ্যমেই নির্ধারণ হবে যে তারা পরবর্তী আমন্ত্রণ রাউন্ডে ITA পাবে কিনা।
Express Entry প্রণয়নের শুরুতে CRS এর জন্য cut-off স্কোর অনেক বেশি ছিল, প্রায় ৫০০ এর মত। যেহেতু আগের জমে থাকা আবেদনগুলো প্রক্রিয়াকরণ করা হয়েছে, অভিবাসন লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেয়েছে, এটা আশা করা হচ্ছে যে ২০১৯ এ ITA পেতে প্রয়োজনীয় CRS ও ক্রমাগত কমতে থাকবে। ২০১৮ এর সর্বশেষ Express Entry ড্রতে এই ক্ষেত্রে একগুরুত্বপূর্ণ push দেখা গেছে, যেখানে সারা বছরের সর্বনিম্ন স্কোর ৪৩৯ এ আবেদনকারীদের গ্রহণ করা হয়েছে।
২০১৮ তে যে বৃদ্ধি দেখা গেছে তা ২০১৯ সালেও ধারাবাহিক রাখা হবে যেন তা আপনার কানাডার অভিবাসন সাফল্যের জন্য সেরা বছর হয়।
আপনি যদি কানাডায় অভিবাসিত হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, GIC সেবার মধ্যে consultant এবং প্রক্রিয়াকরণ অন্তর্ভুক্ত যার মাধ্যমে আবেদনকারীরা তাদের অভিবাসন ও ভিসা সংক্রান্ত সুবিধা পাবে। আমাদের রয়েছে Registered Lawyer যাদের মাধ্যমে আমরা আপনাকে আপনার নির্ধারিত গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত সকল ধরণের সহযোগিতা প্রদানের নিশ্চয়তা দিয়ে থাকি।আরো বিস্তারিত জানতে আমাদের Counselor দের সাথে কথা বলুন।
আপনি কানাডার Express Entry পুলে প্রবেশ করার জন্য eligible কিনা তা জানতে আজই রেজিস্ট্রেশন করুন।