একাই আবেদন করতে পারলে Professional Help কেন নেবেন?

একাই আবেদন করতে পারলে Professional Help কেন নেবেন?

যদিও কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি (PR) এর জন্য নিজেই আবেদন করা পসিবল তারপরও অনেকে এই ক্ষেত্রে প্রফেশনাল এর সাহায্য গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু এর কারন কি তা জানা আছে? আজকের ভিডিও তে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যার কারনে মানুষ কানাডা PR এর আবেদন এর সময় প্রফেশনাল এর হেল্প নিয়ে থাকে।

Skill & Knowledge: ইমিগ্রেশন এক্সপার্টদের জ্ঞান এবং দক্ষতা একজন সাধারণ মানুষ থেকে অনেক বেশি থাকে। যার ফলে তারা ইমিগ্রেশন সম্পর্কিত latest laws, regulations, procedures সম্পর্কে updated থাকে। এর ফলে কানাডিয়ান সরকার কর্তৃক নির্ধারিত সকল requirements তার খুব সহজেই পূরন করতে পারেন।

Personalized Guidance: প্রত্যেক ব্যক্তির ইমিগ্রেশন প্রসেস আলাদা। তার চাহিদা এবং requirements ভিন্ন হয়। নিজের দক্ষতা অনুযায়ী কোন প্রোগ্রামটি ভালো হবে, কিভাবে প্রসেসটি দ্রুত হবে, কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, কিভাবে ডকুমেন্টস রেডি করতে হবে এই ব্যাপারে সব ধরনের ব্যক্তিগত guidance পেতে অনেকেই প্রফেশনাল হেল্প নিয়ে থাকে।

Minimize Errors and Avoid Delay: ইমিগ্রেশন এর প্রসেস অনেক জটিল। অনেক ডকুমেন্টেশন এর প্রয়োজন হয়। কোনো ডকুমেন্টস এ যদি তথ্য ভুল হয় বা কোনো তথ্য মিসিং থাকে তবে এর ফলে ভিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে। PR পেতে ঝামেলা পোহাতে হয়। এই ধরনের রিস্ক এড়াতে প্রফেশনাল হেল্প নেয়া উচিত।

Increase Chances of Success: ইমিগ্রেশন এক্সপার্টরা CRS সম্পর্কে পূর্নাঙ্গ ধারনা রাখেন। কিভাবে স্কোর বাড়াতে হবে, কত স্কোরে ড্র হতে পারে এই ধরনের বিস্তারিত তথ্য তাদের কাছে পাওয়া যায়। কিভাবে স্কোর বাড়াতে হবে, কোন কোন সেক্টরে স্কোর বেশি দরকার এর পাশাপাশি কিভাবে নিজের স্কিল বাড়াতে হবে ইত্যাদি কাজে তারা সাহায্য করে থাকে। যার ফলে আপনার PR পাওয়ার সুযোগ বেড়ে যাবে।

Address Complex Situations:  কানাডার PR প্রসেস জটিল হওয়ার কারনে এই কাজে ঝামেলা ও হতে পারে৷ প্রফেশনালরা আগে থেকেই ধারণা করতে পারে কি কি ধরনের সমস্যায় পড়তে হতে পারে এবং কিভাবে এই সমস্যা থেকে বের হতে হবে, কিভাবে সমস্যা এড়ানো যাবে। এই ধরনের ঝুঁকি এড়ানোর জন্যই এক্সপার্টদের সাহায্য নেয়া উচিত।

কানাডার PR এর ক্ষেত্রে অনেক গুলো ফ্যাক্টর actively কাজ করে। কোনো একটি ফ্যাক্টরের গড়মিল আপনার পুরো প্রসেস এ বাধা দিতে পারে। এর ফলে আপনার PR আসার চান্স অনেক সময় নেমে ০% এ চলে আসতে পারে। তাই এই রিস্ক না নিয়ে প্রফেশনাল ইমিগ্রেশন এক্সপার্ট এর হেল্প নেয়া উচিৎ। এই ক্ষেত্রে সবসময় এমন মানুষদের হেল্প গ্রহণ করবেন যারা reputed কিংবা authorized immigration consultant. এর মাধ্যমে আপনার সময় এবং এনার্জি সেভ হবে এবং নিশ্চিন্তে আপনি কানাডায় ভ্রমণ করতে পারবেন। তাই কানাডায় ইমিগ্রেশন এর জন্য নিজে চেষ্টা না করে আজই কোনো এক্সপার্টের সাথে যোগাযোগ করুন। আজ এ পর্যন্তই। কানাডা PR নিয়ে আরো তথ্য জানতে চোখ রাখুন GIC এর পর্দায়।

Leave a Comment