কানাডায় রেসিডেন্সির জন্য আবেদন করতে কি কি প্রস্তুতি নেবেন?
কানাডায় রেসিডেন্সির জন্য আবেদন করতে কি কি প্রস্তুতি নেবেন?
কানাডা এর উন্নত জীবনযাত্রা এবং অগণিত career opportunities এর জন্য বিখ্যাত। এছাড়ার কানাডায় জাতি, ধর্ম, বর্ণ ভেদে বিভিন্ন দেশের মানুষ একত্রে বাস করে কোনো ধরনের বিভেদ ছাড়াই। এতে অবাক হওয়ার কিছু নেই যে প্রতিনিয়ত বিশ্বব্যাপী লক্ষাধিক মানুষ এই বৈচিত্র্যময় দেশটিতে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখে। তবে কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার প্রসেস এর ক্ষেত্রে প্রয়োজন যথেষ্ট জ্ঞান এবং প্রস্ততি। এই ব্লগে আমরা কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করার আগে একজন ব্যক্তির কি কি প্রস্তুতি নেয়া প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
কানাডিয়ান PR এর প্রোগ্রাম গুলো কি কি?
Application process শুরু করার আগে, কানাডিয়ান PR এর জন্য এর প্রোগ্রামগুলো সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানাডা প্রতি বছর বিভিন্ন ইমিগ্রেশন প্রোগ্রাম অফার করে, প্রতিটির নিজস্ব প্রয়োজনীয়তা রয়েছে। সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামগুলির মধ্যে রয়েছে Federal Skilled Worker Program (FSWP), Express Entry (EE), এবং Provincial Nominee Program (PNP)। প্রতিটি প্রোগ্রামের eligibity এবং requiements ভিন্ন তাই আবেদনের পূর্বে বিস্তারিত যাচাই করে নেয়া উচিৎ।
কি কি ডকুমেন্টস প্রয়োজন?
কানাডার PR application process এর একটি গুরুত্বপূর্ণ step হলো প্রয়োজনীয় ডকুমেন্টগুলো collect করা এবং তা সঠিক ভাবে organize করা। প্রয়োজনীয় ডকুমেন্টস এর মধ্যে educational certificates, work experience letters, language proficiency test results, proof of funds, medical certificate ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া প্রোগ্রাম অনুযায়ী অন্যান্য ডকুমেন্ট এর ও প্রয়োজন হতে পারে।
ভাষাগত দক্ষতা আছে তো?
ইংরেজি ভাষায় দক্ষতা কানাডিয়ান PR এর জন্য সবচেয়ে বেশি জরুরী। এছাড়া secondary language হিসেবে অনেক ক্ষেত্রে French ও প্রয়োজন হয়। আপনি যে প্রোগ্রামের জন্য আবেদন করতে চাচ্ছেন তার requirements অনুযায়ী আপনাকে নির্দিষ্ট ভাষার উপর proficieny test দিতে হবে এবং নির্ধারিত স্কোর অর্জন করতে হবে। এই ক্ষেত্রে IELTS কে বেশির ভাগ ক্ষেত্রে অগ্রাধীকার দেয়া হয়। IELTS বা অন্যান্য test এ যথেষ্ট স্কোর অর্জনের জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ শুরু করা উচিৎ।
শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস রেডি আছে?
কানাডার বেশিরভাগ PR প্রোগ্রামের জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক। এর মাধ্যমে একজন ব্যক্তির PR এর জন্য eligibilty নিশ্চিত করা হয়। এছাড়া CRS স্কোরেও শিক্ষাগত যোগ্যতার যথেষ্ট প্রভাব রয়েছে। শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনার CRS বৃদ্ধি হবে যা আপনার PR পাওয়ার সুযোগ বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই সময় হাতে থাকা অবস্থায় Educational Credential গুলো রেডি রাখা উচিৎ।
যথেষ্ট পরিমাণে ফান্ড আছে তো?
কানাডিয়ান PR এর জন্য এপ্লাই করার পূর্বে পর্যাপ্ত পরিমাণের ফান্ডের ব্যবস্থা করতে হবে। এই ফান্ড এর প্রমাণ পত্র ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হতে পারে। মূলত কানাডায় যাওয়ার পর আপনি আপনার পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করতে পারবেন এর প্রমাণস্বরুপ ফান্ডের ডকুমেন্টস এর প্রয়োজন হয়। মিনিমাম ফান্ডের পরিবার সবার ক্ষেত্রে একই থাকে না। কোনো ব্যক্তি একা কানাডায় যেতে চাইলে তারা ফান্ডের পরিমান কম প্রয়োজন হয়। অন্যদিকে কেউ যদি বড় পরিবার নিয়ে কানাডায় সেটেল হতে চায় সেক্ষেত্রে তার ফান্ডের মিনিমান পরিমান বেশি হতে পারে। মূলত পরিবারের সদস্য সংখ্যার উপর ফান্ডের পরিমান নির্ভর করে।
ইমিগ্রেশন এক্সপার্ট advice প্রয়োজন?
কানাডা PR এর application process কিছুটা জটিল যা একজন সাধারন ব্যক্তির পক্ষে প্রায় সময়ই বুঝে উঠা মুশকিল হয়। তাছাড়া বিস্তারিত না জেনে এপ্লাই করার ফলে অনেক সময় ভিসা জটিলতায় ভুগতে হয়। তাই এই বিষয়ে একজন ইমিগ্রেশন এক্সপার্ট এর সাহায্য নেয়া উচিৎ। এক্সপার্ট এর মাধ্যমে পুরো application process সম্পন্ন করলে ভিসা পাওয়ার নিশ্চয়তা বেড়ে যায় এবং যেকোনো জটিলতা তৈরি হলে সেক্ষেত্রে দ্রুততম সময়ে সমাধান পাওয়া যায়। এছাড়া ইমিগ্রেশন lawyer দের মাধ্যমে documents assess করিয়ে নিলে documents এ ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে।
২০২২ সালে কানাডা টোটাল ৪,৩৭,১৮০ জন ইমিগ্রেন্টদের PR প্রদান করে। ২০২৫ সাল পর্যন্ত এই সংখ্যা গিয়ে ৫,০০,০০০ এ ঠেকবে। প্রতিনিয়ত এই সংখ্যা বৃদ্ধির কারন হলো কানাডায় যে পরিমান সুযোগ সুবিধা রয়েছে তা অন্য কোনো দেশে পাওয়া সম্ভব না। উন্নত লাইফ স্টাইল, বেটার ইনকামের সুযোগ, Career opportunities, financial stability সহ আরো অনেক সুযোগ সুবিধা পেতে পারেন। তবে কানাডার PR এর application process যেহেতু একটু জটিল তাই এর জন্য আপনি GIC এর সাহায্য নিতে পারেন। আপনার eligibility যাচাই থেকে শুরু করে PR পাওয়া পর্যন্ত পুরো প্রসেস সম্পন্ন করতে পারবেন GIC এর ইমিগ্রেশন এক্সপার্ট এবং international registered lawyer দের সাহায্যে। তাহলে আর অপেক্ষা কিসের? এখনই শুরু করুন আপনার কানাডিয়ান PR এর জন্য প্রস্তুতি।